For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবলিঙ্গ রক্ষায় উজ্জয়িনীর জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরের জন্য নতুন নিয়ম সুপ্রিম কোর্টের

উজ্জয়িনীর জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের জন্য নিয়ম বেধে দিল সুপ্রিম কোর্ট। জলাভিষেকের জন্য কেবলমাত্র হাফ লিটার 'রিভার্স অসমোসিস' জল তাঁরা দিতে পারবেন।

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

উজ্জয়িনীর জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের জন্য নিয়ম বেধে দিল সুপ্রিম কোর্ট। জলাভিষেকের জন্য কেবলমাত্র হাফ লিটার 'রিভার্স অসমোসিস' জল তাঁরা দিতে পারবেন।

শিবলিঙ্গ রক্ষায় উজ্জয়িনীর জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরের জন্য নতুন নিয়ম সুপ্রিম কোর্টের

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই কমিটিই শিবলিঙ্গ সংকুচিত হওয়ায় বিষয়টি পর্যবেক্ষণ করবে।

শিবলিঙ্গ রক্ষায় উজ্জয়িনীর জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরের জন্য নতুন নিয়ম সুপ্রিম কোর্টের

বেশি মাত্রায় ভান দেওয়ার ফলে শিবলিঙ্গ সংকুচিত হয়ে যাচ্ছে বলে অভিযোগ করে সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করেছিল উজ্জয়িনী বিদ্যৎ পরিষদ। এরপরেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ এবং কমিটি গঠন।

শিবলিঙ্গ রক্ষায় উজ্জয়িনীর জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরের জন্য নতুন নিয়ম সুপ্রিম কোর্টের

সম্প্রতি কমিটির সদস্যরা মন্দির পরিদর্শন করেছেন। মন্দির পরিচালন কমিটি এবং মন্দিরের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যেসব সুপারিশ সুপ্রিম কোর্টের সামনে রাখা হয়েছিল, সেগুলি হল,

  • কেবল মাত্র ১.২৫ লিটার পঞ্চমৃত প্রত্যের ভক্তের জন্য বরাদ্দ ( দুধ, দই, মধু, চিনি এবং ঘি দিয়ে তৈরি এই পঞ্চমৃত)
  • প্রত্যেক ভক্ত কেবলমাত্র হাফ লিটার 'রিভার্স অসমোসিস' জল জলাভিষেকের জন্য দিতে পারবেন
  • পবিত্রস্থানে নিষ্কাষণী পাখা লাগাতে হবে
  • জলাভিষেক ষখন হবে না, তখন স্থানটিকে শুকনো রাখতে হবে
  • জলাভিষেক সারাদিন ধরে চলতে দেওয়া যাবে না
  • শিবলিঙ্গমের ওপর চিনি দেওয়া যাবে না
  • ভক্তরা হাতে গোনা বেল পাতা শিবলিঙ্গমের ওপর দিতে পারবেন
  • শিব লিঙ্গম পরিষ্কার রাখতে সব রকমের ব্যবস্থা নিতে হবে

কমিটি শেষে এও জানায় ভান-এর জন্য শিব লিঙ্গমের কোনও ক্ষতিই হয়নি।

English summary
The Supreme Court of India has set new norms for devotees to worship at the Jyotirlinga mahakaleswara temple in Ujjain. Devotees would now be allowed to offer only half a litre of RO( reverse osmosis) water as 'Jalabhishek'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X