For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংস্কৃতকে জাতীয় ভাষা করার দাবি, সুপ্রিমকোর্টে খারিজ মামলা

সংস্কৃতকে জাতীয় ভাষা করার দাবি, সুপ্রিমকোর্টে খারিজ মামলা

Google Oneindia Bengali News

সংস্কৃতকে জাতীয় ভাষা করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট মামলা করেছিলেন এক ব্যক্তি। সেটা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। শুক্রবার মামলার শুনািন ছিল। তাতে সুপ্রিম কোর্ট আবেদনকারীকে জানায়, কোনও একটি ভাষাকে জাতীয় ভাষা করতে হলে সংবিধানে বদল আনতে হয়। সুপ্রিমকোর্ট নির্দেশ দিলেই সেটা জাতীয় ভাষা হয়ে যায়না। কাজেই এই জনস্বার্থ মামলার কোনও অর্থই হয় না।

সংস্কৃতকে জাতীয় ভাষা করার দাবি, সুপ্রিমকোর্টে খারিজ মামলা

শুক্রবার মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি কৃষ্ণ মুরারি জানান, কোনও ভাষাকে জাতীয় ভাষা ঘোষণা করা অত সহজ প্রক্রিয়া নয় তার জন্য সংবিধানের সংশোধন জরুরি। আর সেটা করতে গেলে আগে সংসদে বিল পেশ করতে হবে। তারপর বিল সংসদে পাশ হলে তবে সেটা সরকারি ভাষা হতে পারে। সুপ্রিম কোর্টে মামলা করে জাতীয় ভাষা করা যায়না।

সংবিধান বদল না করা পর্যন্ত কোনও ভাষােক জতীয় ভাষার করা যায় না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে ভাষাকে জাতীয় ভাষা করার দাবি জানানো হচ্ছে সেই ভাষায় দেশের কতজন কথা বলেন সেটা জানেন কী মামলাকারী। মামলাকারীকে উদ্দেশ্য করে বিচারপতির েবঞ্চ বলেছেন কেউ কি আছেন যিনি সংস্কৃত ভাষায় কথা বলেন। মামলাকারী কি নিজে সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলেন? কবিতা পাঠ করেন এবং না লেখালেখি করেন। হঠাৎ করে সংস্কৃত ভাষাকে কেন জাতীয় ভাষা করা হবে তার কোনও যুক্তি দেখাতে পারেননি মামলাকারী। তারপরেই মামলাটি খারিজ করে দেওয়া হয়।

'হাইকোর্টের প্রতি মানুষের আস্থা কমবে', শুভেন্দুর মামলা খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট 'হাইকোর্টের প্রতি মানুষের আস্থা কমবে', শুভেন্দুর মামলা খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট

English summary
Supreme Court reject case to make Sanskrit as national language
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X