For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবরিমালায় ঋতুমতী মহিলাদের প্রবেশ নিয়ে এবার প্রকাশ্য শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

কেরলের মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সবরিমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশের অধিকার দিয়ে রায় দিয়েছিল সুপ্রিমকোর্ট। তবে সমাজের নানা স্তর থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ উঠতে শুরু করেছে। সব ধরনের ধর্মীয় আচারকে আইনের মাপকাঠিতে মাপা যায় কিনা সেই প্রশ্নও তুলেছেন অনেকে। যা নিয়ে শুরু হয়ে বিতর্ক। সবমিলিয়ে সবরিমালা নিয়ে জমা পড়েছে ৪৯টি রিভিউ পিটিশন।

প্রকাশ্য শুনানিতে রাজি

প্রকাশ্য শুনানিতে রাজি

কেরলের মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয়েছে। যা দেখে প্রকাশ্য শুনানিতে রাজি হয়েছে আদালত। ২২ জানুয়ারি থেকে শুনানি হবে বলে জানা গিয়েছে।

রায় বদলে না

রায় বদলে না

তবে একইসঙ্গে স্পষ্ট জানানো হয়েছে, যে রায় দেওয়া হয়েছে তাতে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না। সেই রায় ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট সবরিমালা নিয়ে ঘোষণা করেছে।

একাধিক রিভিউ পিটিশন

একাধিক রিভিউ পিটিশন

এই মামলায় বিচারপতি ইন্দু মালহোত্রা ঋতুমতী মহিলাদের মন্দিরে প্রবেশের বিরোধিতা করেন। তাঁর বক্তব্য ছিল, ধর্মীয় আচার-ব্যবহার ও বিশ্বাসকে কখনও আইন দিয়ে বেঁধে রাখা যায় না। সেই বক্তব্যকেই রিভিউ পিটিশনে হাতিয়ার করা হয়েছে।

ফের রায় পুনর্বিবেচনা

ফের রায় পুনর্বিবেচনা

সবরিমালা মন্দিরে লর্ড আইয়াপ্পার দর্শনে ঋতুমতী মহিলারা প্রবেশ করতে পারবেন না। পাঁচ বিচারপতির মধ্যে ৪ জন এই সিদ্ধান্ত নেন। একমাত্র মহিলা বিচারপতি রায়ের বিরোধিতা করেন। সেই রায় ফের একবার পুনর্বিবেচনার জন্য বসছে সর্বোচ্চ আদালত।

English summary
Supreme Court orders open court hearing in all 49 review petitions on Sabarimala Temple
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X