জঙ্গি দমনে UAPA আইন নিয়ে মোদী সরকারকে নোটিস শীর্ষ আদালতের
লোকসভা ও রাজ্যসভা, সংসদের দু'টি কক্ষেই পাশ হয়েছিল দেশের সংশোধিত 'অ্যান্টি টেরর ল' বা UAPA। এরপর প্রথমবার ইউএপিএ-র আওতায় দাউদ ইব্রাহিম, হাফিজ সইদ, মাসুদ আজহারদের নাম তালিকামুক্ত করা হয়। মূলত , এই আইনের আওতায় সংগঠনের বাইরেও যেকোনও ব্যক্তিকে 'জঙ্গি' হিসাবে তকমা দিতে পারে কেন্দ্র। আর মোদী সরকার মসনদে বসবার পর, এই আইন পাশ হয় সংসদে। এবার সেই আইন নিয়েই মোদী সরকারের কাছে পৌঁছে গেল সুপ্রিম কোর্টের আইনি নোটিস।

বিলে নতুন সংশোধনীতে বলা হয়েছে,এবার থেকে কোনও জঙ্গি নাশকতা বিষয়ক তদন্তে রাজ্য পুলিশের কাছ থেকে এনআইএ-কে অনুমতি নিতে হবে না। এবার সরাসরিই বিষয়টি দেখবে জাতীয় তদন্তকারী দল বা এনআইএ। উল্লেখ্য, এই আইনের বিরুদ্ধে একটি পিআইএল দায়ের করা হয়। যেখানে বলা হয়েছে, এই আইন অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার খর্ব হচ্ছে। মামলাতে দাবি করা হয়েছে, এই আইনের মাধ্যমে একজন ব্য়ক্তি নিজেকে গ্রেফতারির আগে স্বপক্ষে বলার অধিকারও পাবে না। যার ফলে সংবিধানের মূল অংশকে খর্ব করে এই নতুন সংশোধিত আইন।
এছাড়াও একটি সমাজসেবী সংস্থার তরফে দায়ের হওয়া পিআইএলএর মামলাও এদিন শোনে আদালত। আর দুটি পিআইএল-ই ছিল ইউএপিএকে নিয়ে। সমস্ত পিআইএল-এর প্রেক্ষিতে এদিন , ইউএপিএ আইন নিয়ে মোদী সরকারের কাছে নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট।
[আরও পড়ুন: আর্থিক প্রতারণার মামলায় আপাতত মুকুলকে স্বস্তি দিল হাইকোর্ট]