For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারোদা পাটিয়া মামলা! সুপ্রিম কোর্টে ৪ অভিযুক্তের মুক্তি

২০০২-এর গুজরাতের নারোদা পাটিয়া দাঙ্গার মামলায় ৪ অভিযুক্তের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

২০০২-এর গুজরাতের নারোদা পাটিয়া দাঙ্গার মামলায় ৪ অভিযুক্তের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। এই চারজন হলেন, উমেশভাই সুরাভাই ভারওয়াড়, রাজকুমার, পদ্মেন্দ্রসিং যশবন্ত সিং রাজপুত এবং হর্ষদ। ২০০২-এর ২৮ ফেব্রুয়ারি আহমেদাবাদের নারোদা পাটিয়ার দাঙ্গায় কমপক্ষে ৯৭ জন মুসলিম ধর্মাবলম্বীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। উন্মত্ত জনতা হামলা চালিয়ে হত্যালীলা চালায়।

নারোদা পাটিয়া মামলা! সুপ্রিম কোর্টে ৪ অভিযুক্তের মুক্তি

নারোদা পাটিয়া মামলায় গতবছর গুজরাট হাইকোর্ট বজরং দল নেতা বাবু বজরঙ্গিকে কারাবাসের নির্দেশ দেয়। কিন্তু প্রাক্তন বিজেপি মন্ত্রী মায়া কোদনানিকে প্রমাণের অভাবে মুক্ত করে দেয়।

বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ ৪ অভিযুক্তের জামিন মঞ্জুর করে মঙ্গলবার। সুপ্রিম কোর্ট রায়ে জানায়, চার অভিযুক্তকে
দোষী সাব্যস্ত করে গুজরাত হাইকোর্টের রায় তর্ক সাপেক্ষ। সর্বোচ্চ আদালত জানিয়েছে, টিআই প্যারেড না করেই পুলিশের সনাক্তকরণের ভিত্তিতে ওই রায়
দিয়েছিল গুজরাত হাইকোর্ট। সব অভিযুক্তের বিরুদ্ধে ৪৩৬ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছিল।

সুপ্রিম কোর্টের বেঞ্চ উমেশভাই সুরাভাই ভারওয়াড়, রাজকুমার, পদ্মেন্দ্রসিং জসওয়ান্ত সিং রাজপুত এবং হর্ষদকে মুক্ত করার কথা জানায়।

English summary
Supreme Court Grants Bail to 4 Convicts in 2002 Naroda Patiya Riots Case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X