For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিলল সুপ্রিম ছাড়পত্র, সেন্ট্রাল ভিস্টা প্রকল্প নিয়ে যাবতীয় আইনি জটিলতার অবসান

Google Oneindia Bengali News

গত বছরের ১০ ডিসেম্বর, নতুন সংসদ ভবনের শিল্য়ানাস করেছিলেন নরেন্দ্র মোদী। ২০২২ সালের স্বাধীনতা দিবসের আগে এর কাজ শেষ করার কথা থাকলেও আইনি জটিলতায় শুরু করা সম্ভব হয়নি। তবে এবার সেই আইনি জটিলতা দূর হল সুপ্রিম কোর্টের নির্দেশে। এদিন তিন সদস্যের ডিভিশনাল বেঞ্চ এই বিষয়ে সবুজ সংকেত দিয়ে দিল সুপ্রিমকোর্ট।

প্রকল্পের বিরুদ্ধে আবেদন

প্রকল্পের বিরুদ্ধে আবেদন

বিচারপতি এম খানউইলকারের নেতৃত্বধানী তিন সদস্যের বেঞ্চে ছিলেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং সঞ্জীব খান্না। এই বেঞ্চ এদিন জানিয়ে দেন দিল্লি দেভেলপমেন্ট অ্যাক্টের অধীনে এই সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের কাজ করার ক্ষেত্রে কোনও বাধা নেই। সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে নতুন সচিবালয় নির্মাণের কাজ শেষ হবে ২০২৪ সালে। ওই প্রকল্পের বিরুদ্ধে আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানউইলকরের বেঞ্চের সামনে। এর আগে গত ৫ নভেম্বর বিচারপতিরা ওই মামলার রায়দান স্থগিত রাখেন।

স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার শুনানি করে সুপ্রিম কোর্ট

স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার শুনানি করে সুপ্রিম কোর্ট

বর্তমান পরিস্থিতিতে নতুন সংসদ ভবন গোটা প্রকল্পের বিরোধিতা করে গত কয়েকদিনে জমা পড়ে একাধিক আবেদন। এই আবহে স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার শুনানি করে সুপ্রিম কোর্ট। সেই শুনানিতে ভূমিপূজার অনুমতি মিললেও নির্মাণকাজে স্থগিতাদেশ দিয়েছিল আদালত। তবে আজকের রায়দানের পর নির্মাণ কাজে আর কোনও বাধা থাকল না।

নতুন সংসদ ভবন হবে অত্যাধুনিক

নতুন সংসদ ভবন হবে অত্যাধুনিক

নতুন সংসদ ভবনটি আধুনিক, সুরক্ষার সুবিধা সহ বর্তমান সংসদ সংলগ্ন ত্রিভুজাকার আকৃতির একটি বিল্ডিং হিসেবে নির্মিত হবে। গোটা প্রকল্পি রূপায়নের জন্য বরাত দেওয়া হয়েছে টাটা প্রজেক্টস লিমিটেডকে। নতুন সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছে এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। ইতিমধ্যেই তাদের হাতে তৈরি ত্রিভুজাকৃতি সংসদ ভবনের নয়া নকশাও সামনে এসেছে বলে জানা যাচ্ছে।

English summary
Supreme Court gives green signal to redevelopment plan for Central Vista project for new Parliament Building
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X