For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল কেন্দ্র! আপত্তিতে সাড়া দিল না সর্বোচ্চ আদালত

রাফালে মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মোদী সরকার। রাফালে মামলায় নথি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ সর্বোচ্চ আদালতে।

  • |
Google Oneindia Bengali News

রাফালে মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মোদী সরকার। রাফালে মামলায় নথি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ সর্বোচ্চ আদালতে। কেন্দ্রের ক্লিনচিট দেওয়া নিয়ে আপত্তিতে সাড়া দিল না সুপ্রিম কোর্টে। বলা যেতে পারে ফাঁস হওয়া নথিকে কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট। গতবছরের ডিসেম্বরে রাফালে নিয়ে যে রায় দেওয়া হয়েছিল তার পুনর্বিবেচনা করা হবে।

 রাফালে মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র! আপত্তিতে সাড়া দিল না সর্বোচ্চ আদালত

ফাঁস হওয়া আর আদালতে জমা পড়া গোপন নথি নিয়েই শুনানি হবে আদালতে। এদিন জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এই মামলায় অন্যতম আবেদনকারী অরুণ শৌরির অভিযোগ, তথ্য গোপন করেছে সরকার। এর আগে প্রতিরক্ষা সংক্রান্ত ফাইল থেকে ফাঁস হওয়া তথ্য নিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিলেন প্রশান্তভূষণ, অরুণ শৌরি এবং যশবন্ত সিনহা। কেন্দ্রের তরফে অভিযোগ করে বলা হয়েছিল এই তথ্যে জাতীয় সুরক্ষার ওপর প্রভাব পড়বে। ফ্রান্সের সঙ্গে সম্পর্কে বাধা তৈরি হবে।

আদালত জানিয়ে, এবার তারা রিভিউ পিটিশনের শুনানি করবেন। আবেদনকারীদের দাখিল করা তথ্যের ওপর ভিত্তি করে এই শুনানি করা হবে।

লোকসভা ভোট শুরু হওয়ার ঠিক একদিন আগে অর্থাৎ বুধবার রাফালে চুক্তি সংক্রান্ত পুনর্বিবেচনা মামলার রায় শোনাল সুপ্রিম কোর্ট। মূলত, রাফালে চুক্তির চুরি যাওয়া তথ্য এবং সরকারের তরফে দাবি করা বিশেষ সুবিধা সংক্রান্ত ইস্যুতে রায় শোনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি কে এম জোসেফের ডিভিশন বেঞ্চ।

[আরও পড়ুন:সুপ্রিম কোর্টের রাফালে পর্যালোচনা! বিপদ বাড়তে পারে অনিল আম্বানির][আরও পড়ুন:সুপ্রিম কোর্টের রাফালে পর্যালোচনা! বিপদ বাড়তে পারে অনিল আম্বানির]

উল্লেখ্য, গত ডিসেম্বরে এক রায়ে রাফালে চুক্তিকে ক্লিনচিট দিয়েছিল সুপ্রিম কোর্ট। চুক্তিতে কোনও অনিয়ম নেই বলেও জানিয়েছিল শীর্ষ আদালত। তাই রাফালে চুক্তির বিরুদ্ধে জমা পড়া সব আবেদন খারিজ করে, চুক্তি সংক্রান্ত আর্থিক লেনদেনে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিল সুপ্রিম কোর্ট। তবে রায় পুনর্বিবেচনার পথও খোলা রেখেছিল দেশের সর্বোচ্চ আদালত।

[আরও পড়ুন: প্রথম দফার নির্বাচনের আগে মোদী রাজ্যে ধাক্কা রাহুলের! ইস্তফা দিতে পারেন কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকর][আরও পড়ুন: প্রথম দফার নির্বাচনের আগে মোদী রাজ্যে ধাক্কা রাহুলের! ইস্তফা দিতে পারেন কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকর]

English summary
Supreme Court dismisses government's objections on Rafale case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X