For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্রূণের অঙ্গ বিকল, ৩১ সপ্তাহের গর্ভপাতের অনুমতি সর্বোচ্চ আদালতের

ফের গর্ভপাতের অনুমতি দিল সর্বোচ্চ আদালত। তবে এক্ষেত্রে পরীক্ষায় দেখা যায়, ৩১ সপ্তাহের ভ্রূণের দুটি কিডনিই খারাপ। ফলে চিকিৎসার কারণে বিষয়টি নিয়ে আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

ফের গর্ভপাতের অনুমতি দিল সর্বোচ্চ আদালত। তবে এক্ষেত্রে পরীক্ষায় দেখা যায়, ৩১ সপ্তাহের ভ্রূণের দুটি কিডনিই খারাপ। ফলে চিকিৎসার কারণে বিষয়টি নিয়ে আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।

ভ্রূণের অঙ্গ বিকল, ৩১ সপ্তাহের গর্ভপাতের অনুমতি সর্বোচ্চ আদালতের

বিচারপতি একে সিক্রির নেতৃত্বাধীন বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মুম্বইয়ের জেজে হাসপাতালের মেডিকেল বোর্ড মহিলাকে পরীক্ষা করেন। সেই রিপোর্টই দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্ট। এই অবস্থায় ভ্রূণটিকে বাঁচিয়ে রাখলে আরও মানসিক যন্ত্রণার মধ্যে পড়তেন এই মহিলা।

চিকিৎসকরা জানিয়েছেন, ভ্রূণটির জন্মগত বেশ কিছু সমস্যা রয়েছে। দুটি কিডনি কাজ করছে না। ফলে জন্মের পরে শিশুর জীবণ নিয়ে সন্দিহান ছিলেন তাঁরা।

ভ্রূণের অঙ্গ বিকল, ৩১ সপ্তাহের গর্ভপাতের অনুমতি সর্বোচ্চ আদালতের

সর্বোচ্চ আদালতে পেশ করা মেডিক্যাল বোর্ডের রিপোর্টে জানানো হয়েছিল, ভ্রূণের নানা সমস্যা রয়েছে। এই অবস্থায় গর্ভাবস্থা বজায় রাখা হলে, আরও মানসিক যন্ত্রণা ভোগ করবেন মা।

বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি এএম সাপরে এবং অশোক ভূষণ। তাঁরাও বিচারপতি একে সিক্রির সঙ্গে একমত। আবেদনকারীর আবেদনকে মান্যতা দিয়ে তাঁরা জানিয়েছেন, ওই মহিলা চিকিৎসার কারণেই গর্ভপাত করাতে পারবেন।

ভারতীয় দণ্ডবিধির ৩(২)(বি) ধারা অনুযায়ী, ভ্রূণের বয়স ২০ সপ্তাহের বেশি হলে গর্ভপাত নিষিদ্ধ।

English summary
The Supreme Court has allowed a woman, who is in her advance stage of pregnancy, to abort her 31-week foetus after it was detected that both its kidneys were not functioning.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X