For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শশী-পত্নী সুনন্দা পুষ্করের দেহে মিলেছে ১৫ টি আঘাতের চিহ্ন! মৃত্যু ঘিরে আর কী জানাল দিল্লি পুলিশ

সুনন্দা পুষ্করের দেহে মিলেছিল ১৫ টি আঘাতের চিহ্ন!

  • |
Google Oneindia Bengali News

এদেশের বেশ কয়েকটি মৃত্যু রহস্য়ের মধ্যে অন্যতম সুনন্দা পুষ্করের মৃত্যুর ঘটনা। রাজধানী দিল্লির এক অভিজাত হোটেল থেকে উদ্ধার হয় শশী থারুরের পত্নী সুনন্দা পুষ্করের মৃতদেহ। জানানো হয়েছিল আত্মঘাতী হয়েছেন দাপুটে কংগ্রেস নেতার স্ত্রী সুনন্দা। তবে একই সঙ্গে উঠতে থাকে বেশ কয়েকটি প্রশ্ন । আর সেই প্রশ্ন ও সন্দেহকে আরও উস্কে দিয়ে এবার প্রকাশ্যে এলো দিল্লি পুলিশের বেশ কয়েকটি তথ্য।

 পুলিশ কী জানিয়েছে?

পুলিশ কী জানিয়েছে?

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সুনন্দা পুষ্করের মৃতদেহে হাত ও পা সমেত মোট ১৫ টি জায়গায় ছিল আঘাতের চিহ্ন। এমন তথ্য় ময়নাতদন্ত থেকে উঠে এসেছে বলে জানা গিয়েছে। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে, আত্মহত্যার সময় যদি হোটেলের ঘরে একাই ছিলেন, তাহলে আঘাতের চিহ্ন কিভাবে উঠে আসে? যা নিয়ে তদন্ত শুরু হচ্ছে।

আঘাতের চিহ্ন নিয়ে কোন সম্ভাবনা?

আঘাতের চিহ্ন নিয়ে কোন সম্ভাবনা?

সুনন্দা পুষ্কর মামলায় আদালতকে স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটার অতুল শ্রীবাস্তব জানিয়েছেন, সুনন্দা মৃত্যুর আগে অবসাদে ভুগছিলেন। কোনও মানসিক সমস্যা থেকে তাঁর সঙ্গে কারোর ধস্তাধস্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কার সঙ্গে এই ধস্তাধস্তি হতে পারে .. তা নিয়ে সন্দেহ রয়েই গিয়েছে।

 আদালতকে কী জানানো হয়েছে?

আদালতকে কী জানানো হয়েছে?

সুনন্দা পুষ্করের মৃত্যুর নেপথ্যে , থাকতে পারে পাকিস্তানি সাংবাদিক মেহর তরারের সঙ্গে শশী থারুরে সম্পর্কের বিষয়টিও। যার জেরে মানসিক অবসাদ শুরু হয় সুনন্দার। বলে দাবি করেছে আইনজীবী অতুল শ্রীবাস্তব । প্রসঙ্গত, স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যুর ঘটনায় শশী থরুরের বিরুদ্ধে ৪৯৮ এ ও ৩০৬ ধারার মামলা দায়ের হয়। যদিও সেই ঘটনায় আপাতত জামিনে মুক্ত রয়েছেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থরুর।

English summary
Sunanda Pushkar death case update, 15 Marks found on her Body says police.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X