For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত দু'মাস ধরে সিআরপিএফের স্থায়ী প্রধান নেই, মাও হামলার পর উঠে এল ভয়াবহ তথ্য

সারা দেশে মাও অভিযান রোধে সিআরপিএফ জওয়ানরাই অগ্রণী ভূমিকা নেয়। আর সেই সিআরপিএফের স্থায়ী প্রধানের পদই গত দু'মাস ধরে ফাঁকা পড়ে রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ এপ্রিল : ছত্তিশগড়ের সুকমায় সিআরপিএফ জওয়ানের উপরে মাওবাদীদের হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে মাও অভিযান রোধে সিআরপিএফ জওয়ানরাই অগ্রণী ভূমিকা নেয়। আর সেই সিআরপিএফের স্থায়ী প্রধানের পদই গত দু'মাস ধরে ফাঁকা পড়ে রয়েছে।

সোমবার মাওবাদীদের গেরিলা হামলায় এতজন জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজে এদিন সুকমায় যাচ্ছেন। এই নিয়ে ৪০ দিনের মাথায় ফের সুকমায় মাও হামলা চলেছে বলে জানা গিয়েছে।

গত দু'মাস ধরে সিআরপিএফের স্থায়ী প্রধান নেই

বিএসএফের প্রাক্তন ডিরেক্টর জেনারেল প্রকাশ সিং বলেন, সারা দেশে তিন লক্ষ সিআরপিএফ জওয়ান রয়েছেন। অথচ এত গুরুত্বপূর্ণ একটা দলের কোনও প্রধান নেই গত দু'মাস ধরে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পরে নানা প্রতিশ্রুতি দিয়েছিল। তবে তিন বছর কেটে গেলেও তা পালন হয়েছে কি? প্রশ্ন তুলেছেন প্রকাশ সিং।

সোমবার দুপুরে গ্রামবাসীদের সামনে রেখে দু'পাশ থেকে সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় মাওবাদীরা। কালো পোশাক পরে অস্ত্র নিয়ে হামলা চালায়। সবমিলিয়ে মোট তিনশো জন মাওবাদী এলাকায় ছিল বলে জানা গিয়েছে। সেনা রাস্তা-নিকাশির কাজে তদারকি করছিল। দুপুরের দিকে তাঁরা মধ্যাহ্নভোজ সারার সময়ে মাও হামলা ঘটে।

English summary
Sukma maoist attack : CRPF is without a full-time chief for almost two months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X