For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Himachal Pradesh: বাবা ছিলেন বাস চালক! খুব একটা সহজ ছিল না Sukhwinder Singh Sukhu-এর জীবন

হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করে ফেলল কংগ্রেস হাইকমান্ড। প্রাক্তন রাজ্য সভাপতি সুখবিন্দর সিং সুখুর নামে অনুমোদন দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। নাদৌন আসনের চতুর্থ বারের বিধায়ক সুখবিন্দর। তাঁর উপরেই ভরসা করলেন সোন

  • |
Google Oneindia Bengali News

হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করে ফেলল কংগ্রেস হাইকমান্ড। প্রাক্তন রাজ্য সভাপতি সুখবিন্দর সিং সুখুর নামে অনুমোদন দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। নাদৌন আসনের চতুর্থ বারের বিধায়ক সুখবিন্দর। তাঁর উপরেই ভরসা করলেন সোনিয়া-রাহুল গান্ধীরা। যদিও পাহাড়ি এই রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কয়েক দফাতে একাধিক বৈঠক হয়েছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে এই Sukhwinder Singh Sukhu?

আর বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিসাবে সুখবিন্দর সিং সুখুর নামেই শিলমোহর পড়ে। আগামীকাল রবিবারই মুখ্যমন্ত্রী পদের জন্যে শপথ নেবেন বিধায়ক।

রাজনীতির ময়দানে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সুখবিন্দরের। ১৯৬৪ সালের ২৬ মার্চ হামিরপুর জেলার নাদৌন তহসিলের সেরা গ্রামে জন্ম নেন সুখবিন্দর। রাজনৈতিক পরিবার নয়, বরং একজন বাস চালকের পরিবার থেকে রাজনীতির ময়দানে উঠে আসা সুখবিন্দরের। খুব একটা সহজ ছিল না। লড়াইয়ের মধ্যে দিয়ে বড় হয়ে ওঠা তাঁর। বাবা বাবা রাসিল সিং হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একজন বাস চালক ছিলেন। মা একেবারে গৃহবধূ।

শিমলাতে থেকেই এলএলবি করা পর্যন্ত পড়াশুনা করেছেন সুখবিন্দর সিং সুখু। চার-ভাই বোনের সংসারে দ্বিতীয় নম্বরে ছিলেন সে রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী। দুই বোনের ইতিমধ্যে বিয়ে হয়ে গিয়েছে। ১৯৯৮ সালের ১১ জুন বিয়ে হয় সুখবিন্দরের। তাঁর দুই মেয়েও রয়েছে। যারা দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন। সম্ভবত বাবার শপথের দিনে উপস্থিত তাঁরা থাকতে পারেন বলেই খবর।

NSUI থেকে সুখবিন্দর সিং সুখু তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর ধীরে ধীরে সানজাউলী কলেজে ক্লাস রিপ্রেন্সিটেটিভ হিসাবে একাধিকবার দায়িত্ব সামলান। এমনকি ছাত্র স্টুডেন্ট সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন সুখু। এমনকি পরে অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ পদেও বসেন তিনি। এমনকি NSUI-এর রাজ্য সভাপতিও হন সুখবিন্দর। ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ পর্যন্ত সেই দায়িত্ব ছিলেন।

এরপর যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেন সুখবিন্দর সিং সুখু।

খুব অল্পদিনেই রাজনীতিতে উত্থান ঘটে তাঁর। চলে আসেন শীর্ষ নেতৃত্বের নজরে। ১৯৯৮ সাল থেকে ২০০৮ পর্যন্ত যুব কংগ্রসের প্রদেশ সভাপতি হিসাবে কাজ করেন। এমনকি শিমলার নগর নিগম নির্বাচনেও কাউন্সিলার হিসাবে দুবার জেতেন। আর এরপরেই বিধানসভা নির্বাচনে নেমে পড়েন। ২০০৩, ২০০৭, ২০১৭ এবং এখন ২০২২ সালে নাদৌন বিধানসভা কেন্দ্র থেকে টানা চতুর্থবারের জন্য বিধায়ক নির্বাচিত হন।

মানুষের পাশে থেকে কাজ করতে ভালোবাসেন সুখবিন্দর। তাই প্রবল বিজেপি হাওয়াতেও জয় পেয়েছেন। ২০০৮ সাল থেকে প্রদেশ কংগ্রেসের মহাসচিব ছিলেন। যদিও ৮ জানুয়ারী ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজ্য কংগ্রেসের সভাপতি ছিলেন সুখবিন্দর। এরপর হিমাচল প্রদেশ কংগ্রেস নির্বাচনী প্রচার কমিটির সভাপতি করা হয়। ২০২২ সালে হিমাচলে কংগ্রেসের বৈতরণী পাড় করানোর বড় একটা দায়িত্ব সুখুর কাঁধেই ছিল। এবার রাজ্যের ভার তাঁর কাঁধে দিল কংগ্রেস।

English summary
Sukhwinder singh sukhu may be the next chief minister of Himachal pradesh, whose father was bus driver
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X