For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৮ ঘণ্টা অতিক্রান্ত, এখনও হদিশ নেই এএন ৩২ বিমানের, তল্লাশিতে নামল সুখোই যুদ্ধবিমান

যুদ্ধকালীন তৎপরতাই বায়ুসেনার নিখোঁজ বিমানের তল্লাশি শুরু হয়েছে।

Google Oneindia Bengali News

যুদ্ধকালীন তৎপরতাই বায়ুসেনার নিখোঁজ বিমানের তল্লাশি শুরু হয়েছে। জল-স্থল-আকাশ পথে চলছে তল্লাশি। তাতে সহযোগিতা করছে ইসরোর উপগ্রহও। নিখোঁজ বিমানের সন্ধান পেতে শেষে সুখোই-৩০ যুদ্ধ বিমান নামিয়েছে ভারতীয় বায়ুসেনা।

৪৮ ঘণ্টা অতিক্রান্ত, এখনও হদিশ নেই এএন ৩২ বিমানের

সোমবার অসমের জোরহাট থেকে অরুণাচল প্রদেশে যাওয়ার পথে নিখোঁজ হযে যায় বায়ুসেনার এএন-৩২ বিমানটি। বিমানে ১৫ জন যাত্রী ছিলেন।

অসমের জোরহাট থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুতেই আর বিমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সেদিন বিকেল থেকেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।

প্রথমে তল্লাশি শুরু করে বায়ুসেনার হেলিকপ্টার। কিন্তু কোনও হদিশ না মেলায় তল্লাশিতে নামে নৌসেনাও। তামিলনাড়ু উপকূল থেকে পাড়ি দিয়েছে নৌসেনার যুদ্ধ জাহাজ। সেখান থেকে তল্লাশি চালাচ্ছে নৌসেনার বিমান বাহিনী। ৪৮ ঘণ্টা পরেও হদিশ না মেলায় শেষে যুদ্ধ বিমান সুখোই-৩০ কেও নামানো হয়েছে নিখোঁজ বিমানের সন্ধানে।
এখানেই শেষ নয় ইসরোর উপগ্রহ মারফতও ছবি পাঠানো হচ্ছে।

অসম এবং অরুণাচল প্রদেশের আইটিবিপি-র জওয়ানরাও স্থলপথে তল্লাশি অভিযান চালাচ্ছ। ২০০৯ সালের জুন মাসেও অরুণাচল প্রদেশে নিখোঁজ হয়েছিল এএন-৩০ বিমান। তার পরে ২০১৬ সালে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল আরও একটি বিমান। তাদের কোনও হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

English summary
SU 30 jets continue to search for missing IAF AN-32
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X