For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্ম নির্ভর নিধি! স্ট্রিট ভেন্ডর ও হকারদের পাশে ঋণের সুবিধা নিয়ে মোদী সরকার

আত্ম নির্ভর নিধি! স্ট্রিট ভেন্ডর ও হকারদের পাশে ঋণের সুবিধা নিয়ে মোদী সরকার

  • |
Google Oneindia Bengali News

রাস্তার ভেন্ডর এবং হকার রা এবার থেকে আত্মনির্ভর স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবেন। যা হলে ১০ হাজার টাকার লোন পাবেন তারা। সারা দেশের ৩.৮ লক্ষ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে। এমনটাই জানিয়েছে, কেন্দ্রের ডিজিটাল এবং ই-গভন্যান্স সার্ভিস আর্ম সিএসসি ই গভন্যান্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড।

সাহায্য করছে নগরোন্নয়ন মন্ত্রক

সাহায্য করছে নগরোন্নয়ন মন্ত্রক

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডরস আত্মনির্ভর নিধিতে পুরোপুরি সাহায্য দিচ্ছে কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রক। এই প্রকল্পে স্ট্রিট ভেন্ডর ও হকারদের ১০ হাজার টাকা করে লোন দেওয়া হচ্ছে। মাসের হিসেবে একবছরে এই টাকা শোধ দেওয়া যাবে।

প্রতিদিন টাকা জমা দেওয়ার ব্যবস্থা

প্রতিদিন টাকা জমা দেওয়ার ব্যবস্থা

এই প্রকল্পে প্রতিনিদি ধার নেওয়া টাকার শোধ দেওয়া যাবে। যা করা যাবে ডিজিট্যাল ট্রানজ্যাকশনের মাধ্যমে। এই প্রকল্প বিক্রেতাদের সহায়তা করা ছাড়াও নতুন সুযোগ উন্মুক্ত করতে সাহায্য করবে।

 লোনের নিয়মাবলী

লোনের নিয়মাবলী

সকল স্ট্রিট ভেন্ডর এবং হকাররাই এই প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারবেন। এই লোন নিতে গেলে কোনও জামানত রাখতে হবে না। সবে ডিজিট্যাল ট্রানজ্যাকশন হবে। এতে ক্যাশব্যাক অফারও থাকছে। যেসব ভেন্ডর পোজেশন সার্টিফিকেট আছে কিংবা স্থানীয় পুরসভা কর্তৃক পরিচয়পত্র পেয়েছেন, তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

ঋণ পেয়েছেন ৫০ হাজার ভেন্ডর

ঋণ পেয়েছেন ৫০ হাজার ভেন্ডর

এই পরিকল্পনা রূপায়নকারী সংস্থা সিডবি জানিয়েছে, এখনও পর্য।ন্ত দুই লক্ষ আবেদন জমা পড়েছে। ৫০ হাজার ভেন্ডরকে ঋণ দেওয়া হয়েছে।

পৃথিবী ছাড়িয়ে মঙ্গলেও চিন-আমেরিকা টক্কর! লাল-গ্রহে মহাকাশযান পাঠাল বেজিং পৃথিবী ছাড়িয়ে মঙ্গলেও চিন-আমেরিকা টক্কর! লাল-গ্রহে মহাকাশযান পাঠাল বেজিং

English summary
Street Vendors, hawkers can now avail Rs 1000 loan scheme of Atma Nirbhar Nidhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X