For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার টিকিট না পেয়েই দল ছাড়লেন ওড়িশার বিজেপির রাজ্য সহ সভাপতি

ওড়িশা বিজেপি থেকে পদত্যাগ করলেন সুভাষ চৌহান।

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি তাঁকে রাজ্য বিজেপির সহ সভাপতি পদে উত্তীর্ণ করা হয়েছিল। তবে বরগড় লোকসভা আসন থেকে তাঁকে প্রার্থী না করায় এদিন ওড়িশা বিজেপি থেকে পদত্যাগ করলেন সুভাষ চৌহান। ২০১৪ সালে তিনি এই কেন্দ্র থেকে লড়েন। তবে এবার এই কেন্দ্রে বিজেপি সুরেশ পূজারিকে টিকিট দিয়েছে।

লোকসভার টিকিট না পেয়েই দল ছাড়লেন বিজেপির রাজ্য সহ সভাপতি

ঘটনা হল আগামী বিধানসভা নির্বাচনে সুভাষকে বিজেডি নেতা তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বিরুদ্ধে বিজেপুর কেন্দ্রে প্রার্থী করার কথা ভেবেছিল বিজেপি। তবে সুভাষ তাতে বেঁকে বসেন। বদলে বিজেপি প্রার্থী ধর্মেন্দ্র প্রধানকে প্রার্থী করতে বলেন।

[আরও পড়ুন: জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী নিয়ে জটিলতা! 'ক্রাইসিস ম্যানেজার' মুকুল রায়ের তৎপরতা][আরও পড়ুন: জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী নিয়ে জটিলতা! 'ক্রাইসিস ম্যানেজার' মুকুল রায়ের তৎপরতা]

সুভাষের অভিযোগ, বিজেপির ওড়িশা শাখার কিছু নেতা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। যার ফলে তাঁকে বরগড় থেকে টিকিট দেওয়া হয়নি। ২০১৪ সালে এই আসন থেকে লড়ে তিনি বিজেডির কাছে হেরে যান।

[আরও পড়ুন:মোদীর সার্জিক্যাল স্ট্রাইক দেখেছেন, তৈরি থাকুন এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে রাহুলের][আরও পড়ুন:মোদীর সার্জিক্যাল স্ট্রাইক দেখেছেন, তৈরি থাকুন এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে রাহুলের]

সুভাষ চৌহান বহুদিন ধরে আরএসএস এর সদস্য ছিলেন। সেখান থেকে বিজেপিতে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। সম্প্রতি তাঁকে রাজ্যের সহ সভাপতি পদে উত্তীর্ণ করা হয়।

[আরও পড়ুন:বিহারে ভেস্তে যেতে বসেছে মোদী বিরোধী মহাজোট! জেল থেকেই শর্ত আরোপ লালুর][আরও পড়ুন:বিহারে ভেস্তে যেতে বসেছে মোদী বিরোধী মহাজোট! জেল থেকেই শর্ত আরোপ লালুর]

English summary
State vice president of Odisha BJP Subash Chouhan quits party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X