For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী জোটে 'বিপাকে' বিজেপি! শেষ পর্যন্ত হাঁটল সংসদ মুলতুবির রাস্তায়

লোকসভায় মোদী সরকারে অস্বস্তি চরমে। অনাস্থা ইস্যুতে এককাট্টা বিরোধীরা। বিরোধীদের সঙ্গে বিক্ষোভে সামিল শরিকরাও। প্রয়োজনীয় সংখ্যা না থাকার যুক্তিতে অনাস্থা প্রস্তাব পেশ করতে দেননি স্পিকার।

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় মোদী সরকারে অস্বস্তি চরমে। অনাস্থা ইস্যুতে এককাট্টা বিরোধীরা। বিরোধীদের সঙ্গে বিক্ষোভে সামিল শরিকরাও। প্রয়োজনীয় সংখ্যা না থাকার যুক্তিতে অনাস্থা প্রস্তাব পেশ করতে দেননি স্পিকার। অনাস্থা প্রস্তাবের মোকাবিলায় শেষ পর্যন্ত সংসদ মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন।

বিরোধী জোটে বিপাকে বিজেপি! শেষ পর্যন্ত হাঁটল সংসদ মুলতুবির রাস্তায়

ওয়াইএসআর কংগ্রেস ছাড়াও অনাস্থা এনেছিল টিডিপি। তাতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছিল কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম। যাদের মিলিত সাংসদ সংখ্যা ১০০-র বেশি। বর্তমান নিয়ম অনুযায়ী অনাস্থা আনতে গেলে ৫০ জন সাংসদের সমর্থনের প্রয়োজন।

বিরোধী জোটে বিপাকে বিজেপি! শেষ পর্যন্ত হাঁটল সংসদ মুলতুবির রাস্তায়

শুক্রবার সংসদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লোকসভার স্পিকার দুটি অনাস্থা প্রস্তাব পড়ে শোনান। কিন্তু তিনি বলে যেহেতু হাউস অর্ডারে নেই, সংসদরা আসনে নেই সেজন্য এই অনাস্থা তিনি গ্রহণ করছেন না। এদিন সংসদে বিজেপির পাশে ছিল না অপর শরিক শিবসেনাও।

এদিন সংসদ শুরু হওয়ার পর থেকেই শোরগোল করতে থাকেন বিরোধী সদস্যরা। ইস্যু গুলির মধ্যে ছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা, অন্ধ্রপ্রদেশকে বিশেষ সুবিধা দানকারী রাজ্য ঘোষণা করার দাবি জানাতে থাকেন সাংসদরা। তবে দ্বিতীয় দাবিটিই জোরাল ছিল। কেননা শুক্রবার সকালেই এনডিএ থেকে সমর্থন তোলার কথা জানিয়েছিলেন তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু।

English summary
Speaker Sumitra Mahajan adjourns Lok Sabha for the day after reading no confidence motion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X