For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলে যাত্রী নিরাপত্তা বাড়াতে আসছে 'স্পেস টেকনোলজি', জানালেন রেলমন্ত্রী

রেলমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর থেকেই রেলের যাত্রী নিরাপত্তার দিকটিকে আরও বেশি জোর দেওয়ার চেষ্টা করছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

  • |
Google Oneindia Bengali News

রেলমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর থেকেই রেলের যাত্রী নিরাপত্তার দিকটিকে আরও বেশি জোর দেওয়ার চেষ্টা করছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এজন্য তিনি একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন। আর তার মধ্যে এবার সাম্প্রতিকতম উদ্যোগ হল স্পেস প্রযুক্তির ব্যবহার।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, যাত্রী নিরাপত্তার বিষয়টি রেলমন্ত্রকের সবচেয়ে বেশি জরুরি বিষয়। এজন্য স্পেস প্রযুক্তিকে কার্যকর করা হচ্ছে। একটি সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে পীযূষ গোয়েল জানান, আপাতত রেলমন্ত্রক যাত্রী নিরাপত্তার বিষয়টির ওপর বেশি জো র দিচ্ছে। তার জন্য় যাবতীয় ব্যবস্থা নিয়ে চলা হচ্ছে। স্টেশন ও কোচগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো ছাড়াও রয়েছে আরও বেশ কিছু পরিকল্পনা।

রেলে যাত্রী নিরাপত্তা বাড়াতে আসছে 'স্পেস টেকনোলজি', জানালেন রেলমন্ত্রী

পীযূষ গোয়েল এদিন জানান, ইসরো , রেলটেক, ভারতীয় রেল একযোগে কাজ করার পরিকল্পনার দিকে এগোচ্ছে। স্পেস টেকনোলজি বা মাহাকাশবিজ্ঞান মূলক প্রযুক্তিকে ব্যবহার করে রেলের যাত্রী নিরাপত্তা বাড়ানোর কথা বাবা হচ্ছে। ভারতীয় রেলে, যাত্রী নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়।

এছাড়াও তিনি জানান যে, ৪০০ টি রেল স্টেশনকে ওয়াইফাই মারফৎ সংযোগ করতে আপাতত কথা বলা হচ্ছে গুগলের সঙ্গে। পীযূষ গোয়েল বলেন, " আমি রেলটেক-কে বলেছি হাজারটি রেলস্টেশনকে সংযুক্ত করতে। গ্রামের রেলস্টেশনেও ওয়াইফাই সংযোগের কথা বলা হয়েছে।" পাশপাশি তিনি যোগ করেন যে, রেলের আয়ের অংশ বাড়িয়ে চলার দিকে নজর দেওয়া হচ্ছে।

English summary
Railway Minister Piyush Goyal on Thursday said passenger safety in the Indian Railways is a pressing and urgent need for the government and that the use of space technology is actively being considered for the same.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X