For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়াপ্রদাকে 'আনারকলি' বলে কটাক্ষ আজমপুত্র আবদুল্লার! পাল্টা তোপ বিজেপি নেত্রীর

জয়াপ্রদা বনাম আজম খান লড়াইয়ে আপাতত সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। ভোটপ্রচারের মধ্যেই রীতিমত তোলপাড় চলছে কটাক্ষ আর পাল্টা কটাক্ষের মন্তব্য ঘিরে।

  • |
Google Oneindia Bengali News

জয়াপ্রদা বনাম আজম খান লড়াইয়ে আপাতত সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। ভোটপ্রচারের মধ্যেই রীতিমত তোলপাড় চলছে কটাক্ষ আর পাল্টা কটাক্ষের মন্তব্য ঘিরে। অন্তর্বাস বিতর্কে ফের একবার ধোঁয়া তুলে এবার ময়দানে নামলেন সমাজবাদী পার্টির নেতা আজম খানের পুত্র আবদুল্লা খান। পাল্টা জবাবে জয়াপ্রদা বলেন,'আবদুল্লার মতো শিক্ষিত ছেলের থেকে এটা আশা করিনি। ওঁর বাবা আমায় আম্রপালি বলেছেন, উনি আনারকলি বলছেন,এভাবেই কি মহিলাদর দেখা হয় সমাজে?'

আলি চাই, বজরংবলি চাই কিন্তু আনারকলি চাইনা, জয়াকে নিশানা করে ময়দানে আজমপুত্র আবদুল্লা

আবদুল্লা এক নির্বাচনী প্রচার সভায় বলেন,'আলিও আমাদের বজরংবলিও আমাদের, আমাদের আলিও চাই, বজরংবলীও চাই কিন্তু আনারকলি চাই না।' আবদুল্লা খানের এমন বক্তব্যের পর থেকেই তোলপাড় হয়েছে উত্তরপ্রদেশের রাজনীতি। আবদুল্লা যখন মঞ্চে এমন বক্তব্য রাখছেন তখন সেখানে উপস্থিত ছিলেন তাঁর বাবা তথা সপা নেতা আজম খান। জয়াপ্রদার নাম না করে এদিন ফের একবার বিজেপি প্র্রার্থীকে আক্রমণ করার বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছে না গেরুয়া শিবির।

[আরও পড়ুন:'আজম খানের X RAY-এর মতো চোখ' মন্তব্য নিয়ে বিপাকে জয়া, অন্তর্বাস বিতর্কে পারদ তুঙ্গে][আরও পড়ুন:'আজম খানের X RAY-এর মতো চোখ' মন্তব্য নিয়ে বিপাকে জয়া, অন্তর্বাস বিতর্কে পারদ তুঙ্গে]

এর আগে,এদিন অন্তর্বাস বিতর্ক ঘিরে মায়াবতীর প্রতি জয়াপ্রদার মন্তব্য ঘিরে একটি মামলা দায়ের হয়েছে। এরপরই জয়প্রদা গোটা ঘটনা নিয়ে মুখ খুলে কার্যত গর্জে ওঠেন। তিনি বলেন, 'বুঝতে পারছি না এতে হাসব না কাঁদব..। '

[আরও পড়ুন: গদ্দারগুলো গ্যাস খাওয়াচ্ছে মোদীকে! তৃণমূল নেত্রীকে পাল্টা দিলেন অর্জুন সিং ][আরও পড়ুন: গদ্দারগুলো গ্যাস খাওয়াচ্ছে মোদীকে! তৃণমূল নেত্রীকে পাল্টা দিলেন অর্জুন সিং ]

[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]

English summary
SP leader Abdullah Azam Khan taunts Jayaprada calls he as Anarkali in Loksabha pol campaign 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X