For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্যালপ সমীক্ষা : বিশ্বব্যাপী কষ্টভোগের তালিকায় এগিয়ে দক্ষিণ এশিয়া, মূলে ভারতই

Google Oneindia Bengali News

গ্যালপ সমীক্ষা : বিশ্বব্যাপী কষ্টভোগের তালিকায় এগিয়ে দক্ষিণ এশিয়া, মূলে ভারতই
ওয়াশিংটন, ২৭ নভেম্বর : গত কয়েক বছরে বিশ্বব্যাপী কষ্টভোগের গড় অনুপাত বেড়েছে অনেকটাই। দক্ষিণ এশিয়াকে এবিষয়ে কেউ আপাতত টপকাতে পারছে না। ভারতের নেতিবাচক উন্নয়নের জন্যই চিত্রটা এমনতরো হয়েছে বলেই জানাচ্ছে 'গ্যালাপ সমীক্ষা' (সমীক্ষা রিপোর্ট পড়ুন এখানে)।

বিশ্বতালিকায় দক্ষিণ এশিয়ার কষ্টভোগের শতকরা অনুপাত ২৪ শতাংশ। দক্ষিণ এশিয়ার পরেই এই তালিকায় রয়েছে বালকানস এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা। উভয়েরই কষ্ঠভোগের অনুপাত ২১ শতাংশ।

২০১২ সালের নিরিখে এক চতুর্থাংশ ভারতীয়ই কষ্ট ভোগ করছেন, বলছে সমীক্ষা

ভারত সম্পর্কে চাঞ্চল্যকর একটি তথ্যও উঠে এসেছে গ্যালপ সমীক্ষায়। সমীক্ষা বলছে ২০০৬-০৮ থেকে ২০১০-১২ এই সময়সীমার মধ্যে ভারতের গড় কষ্টভোগের অনুপাত ১০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৩ শতাংশ, যা দ্বিগুণেরও বেশি। এই পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক। এমনকী শুধু ২০১২ সালের নিরিখে এক চতুর্থাংশ ভারতীয়ই কষ্ট ভোগ করছেন।

সমীক্ষায় বলা হয়েছে, ভারতের হতাশাজনক অর্থনৈতিক কর্মক্ষমতাই এই অবনতির মূল কারণ। ভারতের বৃদ্ধির হার ২০১০-এর প্রথম ত্রৈমাসিকে ৯.৪ থেকে কমে ২০১৩-র দ্বিতীয় ত্রৈমাসিকে ৪.৪ শতাংশে এসে দাঁড়িয়েছে। লক্ষণীয় যা ২০০২ সাল থেকে এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ ত্রৈমাসিক হার।

ভারতের অর্থনীতির এমন নিম্নমুখী আচরণ কেন তাও ব্যাখ্যা করা হয়েছে সমীক্ষায়। বলা হয়েছে, ভারত সরকার দুর্নীতি ও লাল ফিতের বাধন কাটতে অসমর্থ হয়েছে। পাশাপাশি শ্রম,শক্তি ও জমির ক্ষেত্রে ভারতের বাজারে উদার মনোভাব দেখানোর ক্ষেত্রেও অসফল হয়েছে। ফলে ব্যবসা করার ক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্কের তালিকায় অনবরত নিচের দিকেই জায়গা পেয়েছে ভারত।

সম্প্রতি নয়াদিল্লি ভারতবাসীর উন্নয়নের জন্য ভিন্ন ধরণের কৌশল প্রয়োগের চেষ্টা করছে খাদ্য অধিকার আইন পাস করে। এই আইন অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার ৭১ শতাংশকে ভরতুকি হারে খাদ্য সরবরাহ করা হবে। তাতে কষ্টভোগের অনুপাত কতটা কমে বা আদৌ কমে কি না এখন তাই দেখার।

English summary
South Asia leads world in suffering, because of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X