For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে প্রচার জোরদার কংগ্রেসের, আসছেন সোনিয়া

আগামী ৮ তারিখ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে বিজাপুরে একটি সমাবেশে বক্তব্য রাখবেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ দুবছর পর ফের ময়দানে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ তারিখ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা যাবে তাঁকে। বিজাপুরে একটি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

কর্ণাটকে প্রচার জোরদার কংগ্রেসের, আসছেন সোনিয়া

[আরও পড়ুন: রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান! যা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী][আরও পড়ুন: রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান! যা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী]

বীজাপুরের সমাবেশটির আয়োজনের দায়িত্বে রয়েছেন কর্ণাটকের কংগ্রেস সেক্রেটারি মনিক্কম ঠাকুর। তিনিই সোনিয়ার সমাবেশের কথা জানান। তিনি বলেন, নেত্রীর উপস্থিতি একদিকে যেমন দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করবে, তেমনই ভোটারদের কাছেও জোরালো বার্তা যাবে। দলের দায়িত্ব রাহুল গান্ধী কাঁধে তুলে নিলেও দলে ও জনমানসে সোনিয়ার গ্রহনযোগ্য়তা এখনও প্রশ্নাতীত। তাঁর সন্মোহনী ক্ষমতা এখনও অটুট।

৭১ বছর বয়সী সোনিয়া এর আগে শেষবার প্রকাশ্য কর্মসূচীতে দেখা গিয়েছিল ২০১৬-র ২ আগস্ট। উত্তরপ্রদেশ বিধানসভা ভোটা দলের প্রচারের সূচনা উপলক্ষ্যে বারানসীতে এক রোড শো করেছিলেন বর্ষীয়ান নেত্রী। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই রোড শো-র মাঝখান থেকেই তাঁকে ফিরতে হয়েছিল। এরপর মাঝের সময়ে অনেকগুলি রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে। ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড পাঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুর, গুজরাট, হিমাচল প্রদেশ কোথাও-ই প্রচারে দেখা যায়নি তাঁকে। প্রচারের সব দায়িত্বই রাহুল কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু, অধিকাংশ রাজ্যেই বিজেপির কাছে পরাজয় হয়েছে কংগ্রেসের। এবার লড়াই দক্ষিণের গড় রক্ষার। শরীরও এখন আগের চেয়ে অনেকটাই ভাল। তাই, আবারো ভোট-ময়দানে সোনিয়া গান্ধী।

[আরও পড়ুন: আলিগড়ের পর এবার মুম্বইয়ের জিন্না হাউস নিয়ে নয়া বিতর্ক ,প্রশ্ন তুললেন বিজেপি নেতা][আরও পড়ুন: আলিগড়ের পর এবার মুম্বইয়ের জিন্না হাউস নিয়ে নয়া বিতর্ক ,প্রশ্ন তুললেন বিজেপি নেতা]

English summary
UPA Chairperson Sonia Gandhi will address a rally in Bijapur on 8 May for the Karnataka assembly election campaign.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X