For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা কাণ্ডে এককাট্টা কংগ্রেস, মিছিল করে বার্তা সনিয়ার

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ মার্চ : কয়লা ব্লক বণ্টন কাণ্ডে মনমোহন সিংয়ের পাশেই রয়েছে দল। এই বার্তা দিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর নেতৃত্বে আজ সকালে একটি পদযাত্রা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে এসে শেষ হয়। পদযাত্রায় পা মেলান কংগ্রেসের সাংসদরা সহ প্রথম সারির প্রায় সব নেতাই।

কংগ্রেস সূত্রে খবর, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ও একইসঙ্গে দলের মধ্যে ঐক্যের বার্তা দিতেই এই পদযাত্রার কর্মসূচি।

কয়লা কাণ্ডে এককাট্টা কংগ্রেস, মিছিল করে বার্তা সনিয়ার


গতকালই কয়লা কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত করে সমন পাঠানো হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। এই পরিস্থিতিতে আজ তড়িঘড়ি বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। বৈঠক শেষে সোনিয়া গান্ধীর নেতৃত্বে একটি মিছিল দিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয় ২৪ নম্বর আকবর রোড থেকে ৩ নম্বর মতিঝিল নেহরু মার্গে মনমোহন সিংহের বাসভবন পর্যন্ত পৌঁছায়।

মিছিল শেষে সনিয়া সাংবাদিকদের বলেন, "মনমোহনের সততায় সম্পূর্ণ আস্থা রয়েছে দলের। তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন।" আগামিদিনে কংগ্রেস আইনি পথেই এর মোকাবিলা করবে বলেও জানান তিনি।

২০০৫ সালে কয়লা মন্ত্রকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে হিন্দালকোকে নিয়ম বিরুদ্ধ ভাবে ওড়িশার একটি কয়লা খনি পাইয়ে দেওয়ায় ক্ষেত্রে মনমোহন বাড়তি সক্রিয়তা দেখিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ৮ এপ্রিল সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মনমোহন সিংকে। ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ সহ দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গতকাল মনমোহন সিংহের নাম নিয়ে জলঘোলা হলেও আগাগোড়া তাঁর পাশে থাকার বার্তা দিয়েছে কংগ্রেস। আজ দলনেত্রীর পদযাত্রায় তা আরও একবার স্পষ্ট হল।

English summary
Sonia Gandhi leads solidarity march to Manmohan Singh's residence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X