For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশ্যে চুমুর পর এবার চিকিৎসককে চড় মেরে খবরে সঙ্গীতশিল্পী মিকা

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৩ এপ্রিল : দক্ষিণ পশ্চিম দিল্লিতে একটি লাইভ কনসার্টে এক চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠল জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিকার বিরুদ্ধে।

দিল্লি পুলিশ মিকার বিরুদ্ধে মামলা রুজু করেছে। কয়েকটি ওয়েবসাইটে ওই চিকিৎসককে মিকার চড়র কষানোর ভিডিও ফুটেজও প্রকাশিত হয়েছে।

 প্রকাশ্যে চুমুর পর এবার চিকিৎসককে চড় মেরে খবরে সঙ্গীতশিল্পী মিকা

এই ঘটনায় পীড়িতের নাম শ্রীকান্ত। পেশায় চোখের ডাক্তার তিনি। বর্তমানে আম্বেদকর হাসপাতালে তিনি চক্ষুবিভাগে বসেন। মারধরের কারণে শ্রীকান্তের আভ্যন্তরীন আঘাত লেগেছেন।বাঁ কানের ভিতরের দিকে তাঁর আঘাত লেগেছে।

শনিবার দিল্লিতে একটি লাইভ কনসার্টের আয়োজন করেছিল দিল্লি অফথ্যালমোলজিক্যাল সোসাইটি বা ডিওএস। পুলিশসূত্রের খবর, "পারফর্ম করতে গিয়ে দর্শক আসন থেকে মিকা একজনকে ডেকে নেন তার সঙ্গে পারফর্ম করার জন্য। মঞ্চে ওঠেন ওই চিকিৎসক, পারফর্ম করার দরুন ওই চিকিৎসক এমন কিছু করেন যাতে বিরক্ত হন মিকা। এরপরই চড় কষিয়ে বাউন্সারদের হাতে তুলে দেন ওই চিকিৎসককে।"

এই ঘটনার পরেই, শ্রীকান্তের সহকর্মীরা ঘটনাস্থলে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করে দেন। কিন্তু পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরেই মিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।

English summary
Singer Mika booked for slapping doctor at concert
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X