For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিস্থিতির শিকার আমি, সরকারি হোম থেকে বেরিয়ে নীরবতা ভাঙলেন শ্বেতা বসু

Google Oneindia Bengali News

পরিস্থিতির শিকার আমি, সরকারি হোম থেকে বেরিয়ে নীরবতা ভাঙলেন শ্বেতা বসু
মুম্বই, ৩ নভেম্বর : দেহ ব্যবসার অভিযোগে দু মাস সরকারি হোমে থাকার পর বাড়ি ফিরে অবশেষে নীরবতা ভাঙলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শ্বেতা বসু প্রধান। কী হয়েছিল সেদিন তা অবশেষে নিজের মুখেই জানালেন শ্বেতা।

ডিএনএ-কে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছেন, কী হয়েছিল সেদিন, গ্রেফতার হওয়ার পর কীভাবে কেটেছিল ২ টো মাস, ভবিষ্যৎ পরিকল্পনাই বা কী তাঁর? সাক্ষাৎকার দিতে গিয়ে শ্বেতা জানিয়েছেন মিডিয়া যেভাবে তাঁর নামে একটি বিবৃতি গঠন করে তাঁর উপর আরোপ করেছিল তাতে অবাক হয়ে গিয়েছিলেন তিনি।

শ্বেতার কথায়, "মিডিয়া ছাড়া আমার আর কারোর উপর কোনও অভিযোগ নেই। আমার দুঃসময়ে মিডিয়া একটি বিবৃতি গঠন করে তা আমার উপর আরোপ করেছিল। সেই মন্তব্যটি সর্বত্র ছড়িয়েও দেওয়া হয়েছিল। মায়ের সঙ্গে কথা বলারই অনুমতি তখন আমার ছিল না আমি কী করে মিডিয়ায় কথা বলব?"

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, গ্রেফতার হওয়ার পর শ্বেতা জানিয়েছিলেন, "আমি ভুল পেশা বেছেছি। আমার হাতে কাজ নেই, আমার সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং ওই কয়েকজন আমাকে এই পেশায় পা রাখার জন্য উৎসাহিত করেছিল।" যদিও এরম ধরণের কোনও কথাই তিনি কোনওদিনও বলেননি। এধরণের মিথ্যা বিবৃতি গঠনের জন্য মিডিয়ার ভূমিকার তীব্র নিন্দা করেছেন শ্বেতা।

কী হয়েছিল সেদিন তা নিজের মুখেই জানিয়েছেন শ্বেতা। তার কথায়, "হায়দ্রাবাদে যৌন ব্যবসার কারণে কোনও দালাল আমায় ডাকেনি। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোদ দিতে আমি সেদিন সেখানে গিয়েছিলাম। ভাগ্যের ফের বা অন্যকিছপ সেদিন আমি ফ্লাইট মিস করি। অনুষ্ঠান কর্তৃপক্ষের তরফেই আমার টিকিট ও থাকার ব্যবস্থা করা হয়েছিল। আমার কাছে এখনও সেদিনের টিকিট আছে।"

শ্বেতা এও জানিয়েছেন, মলাটি এখনও তদন্ত সাপেক্ষ তাই বেশি কিছু বলতে পারব না। তবু এটুকু বলব পুরো ঘটনায় পরিস্থিতির শিকার আমি। সেখানে পুলিশ রেড করেছিল। আমি ঘটনাটি অস্বীকার করছি না। কিন্তু তার থেকে যে বিষয়টি দেখানোর চেষ্টা হচ্ছিল তা সত্যি নয়।

শ্বেতা জানিয়েছেন, তিনি এতজন অভিনেত্রী, অভিনয়ের জগতেই থাকবেন। আপাতত একটি ডকু ছবিতেই মনোনিবেশ করবেন তিনি। এছাড়া যেমন অভিনয় করে আসছিলেন তেমনই অভিনয় চালিয়ে যাবেন।

English summary
I am a victim in the situation: Shweta Basu narrates her two-month ordeal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X