For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে সরকার গঠনের তোড়জোড় শুরু, শিবসেনা বিধায়কদের রাখা হবে পাঁচতারা হোটেলে

মহারাষ্ট্রের সরকার গঠনের প্রক্রিয়া গতি পেতেই শিবসেনার সমস্ত বিধায়কদের মুম্বইয়ের এক বিলাসবহুল পাঁচ তারা হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। সরকার গঠন নিয়ে চূড়ান্ত ঘোষণার আগে শুক্রবার বিকেলে শিবসেনা

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের সরকার গঠনের প্রক্রিয়া গতি পেতেই শিবসেনার সমস্ত বিধায়কদের মুম্বইয়ের এক বিলাসবহুল পাঁচ তারা হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। সরকার গঠন নিয়ে চূড়ান্ত ঘোষণার আগে শুক্রবার বিকেলে শিবসেনা, কংগ্রেস ও এনসিপির শীর্ষ স্থানীয় নেতারা বৈঠকে বসেন।

মহারাষ্ট্রে সরকার গঠনের তোড়জোড় শুরু, শিবসেনা বিধায়কদের রাখা হবে পাঁচতারা হোটেলে

বিধায়কদের হোটেলে রাখার বিষয়ে এক সেনা বিধায়ক ভাস্কর যাদব বলেন, "উদ্ধবজী আমাদের সঙ্গে দেখা করে বলেন যে সরকার গঠনের প্রক্রিয়া শেষের পর্যায়ে। সমস্ত বিধায়করা একযোগে একটি সরকার গঠনের এই প্রক্রিয়াতে সামিল ছিলেন। কংগ্রেস ও এসসিপির বিধায়করাও থেকেও বেশ প্রচেষ্টা করেছেন এই সরকার গঠনের জন্য।"

মনে করা হচ্ছে বিজেপি থেকে সেনা বিধায়কদের বাঁচাতেই এই পদক্ষেপ সেনার। এর আগে সরকার গঠনের জন্য বিধায়ক কেনাবেচার অভিযোগ এনে বিজেপি-কে তোপ দেগেছে সেনা শিবির। শিবসেনার মুখপত্র সামনার একটি প্রতিবেদনে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে লেখা হয়েছিল যে মহারাষ্ট্রের জনগণ রাজ্যে শিবসেনার থেকে মুখ্যমন্ত্রী চায়। কিন্তু জনগণের এই ইচ্ছেকে সম্মান না জানিয়ে বিজেপি টাকার খেলায় মেতেছে।

এদিকে মুখ্যমন্ত্রী হিসাবে সেনার পক্ষ থেকে সুভাষ দেশাই ও একনাথ শিন্ডের নাম পেশ করা হয়েছে। তবে এনসিপির তরফে উদ্ধবকেই মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছে।

 পাকিস্তানে 'আজাদি মার্চ' -এর পর এবার ইমরানের বিরুদ্ধে কোন বড় আঘাত আসছে পাকিস্তানে 'আজাদি মার্চ' -এর পর এবার ইমরানের বিরুদ্ধে কোন বড় আঘাত আসছে

English summary
shiv sena to move their mlas into 5 star hotel as final announcement of maharashtra gov formation nears
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X