For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হনুমান চল্লিশা কাণ্ড, নবনীত রানার মুম্বইয়ের বাড়ির বাইরে শিবসেনার তাণ্ডব, ভাঙল ব্যারিকেড

হনুমান চল্লিশা কাণ্ড, নবনীত রানার মুম্বইয়ের বাড়ির বাইরে শিবসেনার তাণ্ডব, ভাঙল ব্যারিকেড

Google Oneindia Bengali News

হনুমান চল্লিশা পাঠকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মুম্বই। হনুমান চল্লিশা কাণ্ডে শিবসেনা কর্মীরা অমরাবতীর সাংসদ নবনীত রানার মুম্বইয়ের বাসভবনের সামনে প্রতিবাদে সামিল হন এবং ভেঙে দেওয়া হয় ব্যারিকেড। সেনা কর্মীরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যক্তিগত বাসভবন '‌মাতশ্রী’‌–র বাইরে হনুমান চল্লিশা পাঠ করলে রানাদের ভয়ানক পরিণতির হুমকিও দিয়েছেন।

শিবসেনার তাণ্ডব নবনীত রানার বাড়ির বাইরে

শিবসেনার তাণ্ডব নবনীত রানার বাড়ির বাইরে

২২ এপ্রিল, শুক্রবার মুম্বই পুলিশ সাংসদ নবনীত রানা ও তাঁর বিধায়ক স্বামী রবি রানাকে নোটিস পাঠিয়েছেন। এর আগে রানা দম্পতি জানিয়েছিলেন যে তাঁরা মাতশ্রীর বাইরে হনুমান চল্লিশা পাঠ করবেন। এই দম্পতিকে সিআরপিসির ১৪৯ ধারার অন্তর্গত নোটিস পাঠানো হয়, যা পুলিশকে জ্ঞাতব্য অপরাধ প্রতিরোধে পদক্ষেপ নিতে দেয়। প্রসঙ্গত রানা দম্পতি শুক্রবার সকালে মুম্বই পৌঁছায়। এরপর থেকেই শিবসেনা কর্মীরা মাতশ্রী সহ মুম্বইয়ের একাধিক জায়গায় জড়ো হতে শুরু করেন, যাতে রানা দম্পতি মাতশ্রীর কাছে ঘেঁষতেও না পারেন।

নোটিস পাঠানো হয় রানা দম্পতিকে

নোটিস পাঠানো হয় রানা দম্পতিকে

পুলিশ জানিয়েছে, এই দম্পতি তাঁদের খারের বাড়িতে থাকছেন। ৯ জোনের ডিসিপি মঞ্জুনাথ সেংগে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এই দম্পতিকে নোটিস পাঠানো হয়েছে বলে জানান। পুলিশ জানিয়েছে যদি আইন-শৃঙ্খলা বিঘ্নিত হয় তার জন্য এই দম্পতি দায়ী থাকবেন।

হনুমান চল্লিশা ও লাউডস্পিকার কাণ্ড

হনুমান চল্লিশা ও লাউডস্পিকার কাণ্ড

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরে মুম্বই সহ মহারাষ্ট্র তেতে রয়েছে এই হনুমান চল্লিশা ও লাউডস্পিকারে আজান নিয়ে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার অধ্যক্ষ রাজ ঠাকরে কিছুদিন আগেই মহারাষ্ট্রের রাজ্য সরকারকে মসজিদে বাজানো লাউডস্পিকার নিয়ে সর্তকতা জারি করেছেন। তিনি জানিয়েছেন লাউডস্পিকার বন্ধ না হলে তারা একই রকম আওয়াজে হনুমান চল্লিশা বাজাবেন। এরপর রাজ ঠাকরকে বিজেপির তৈরি 'নতুন হিন্দু ওয়েইসি' বলে কটাক্ষ করে শিবসেনা। শিবসেনা সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউত এমএনএস প্রধান রাজ ঠাকরেকে মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে তুলনা করেন। রাজ ঠাকরে মহারাষ্ট্রে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করতে বিজেপির নির্দেশে কাজ করছে বলেও ঘুরিয়ে অভিযোগ তোলেন সঞ্জয় রাউত।

‌রাজনীতিতে অপ্রাসঙ্গিক রাজ ঠাকরে

‌রাজনীতিতে অপ্রাসঙ্গিক রাজ ঠাকরে

একের পর এক নির্বাচনে ভরাডুবির মহারাষ্ট্রের রাজনীতিতে একেবারে অপ্রসাঙ্গিক হয়ে উঠেছেন রাজ ঠাকরে। অথচ শিবসেনায় একটা সময় বাল ঠাকরের উত্তরসূরি হিসেবে রাজকেই দেখা হত। কিন্তু এরপরই বাল ঠাকরেরে পুত্র উদ্ধব ঠাকরের সঙ্গে বিবাদ করে শিবসেনা ছেড়ে এমএনএস গড়েন রাজ। রাজ ঠাকরের অস্ত্র এখন মসজিদে মাইকের মাধ্যমে আজান শোনানো বন্ধ করা।

কংগ্রেসে 'পরিবর্তনে'র সওয়াল, টিএমসি-টিআরএস থেকে আগে ছিন্ন হোন প্রশান্ত কিশোর কংগ্রেসে 'পরিবর্তনে'র সওয়াল, টিএমসি-টিআরএস থেকে আগে ছিন্ন হোন প্রশান্ত কিশোর

English summary
Shiv Sena protests in front of MP Navneet Rana's house over Hanuman Chalisa row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X