For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ায় মহারাষ্ট্রের মতো মহাবিকাশ আগাড়ি তৈরি হল না, কংগ্রেসে রুষ্ট শিবসেনা

গোয়ায় মহারাষ্ট্রের মতো মহাবিকাশ আগাড়ি তৈরি হল না, কংগ্রেসে রুষ্ট শিবসেনা

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের মতো গোয়াতেও মহাবিকাশ আগাড়ি তৈরি করতে চেয়েছিল শিবসেনা। কিন্তু শেষপর্যন্ত তা ফলপ্রসূ হল না। মহারাষ্ট্রে যখন মহাবিকাশ আগাড়ি বিজেপির বিকরুদ্ধে সাফল্য পাচ্ছে, তখন গোয়াতেও সেই সাফল্যে ধারা বর্ষণ করা ছিল শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের উদ্দেশ্য। কিন্তু সেই কাজে ব্যর্থ হয়ে কংগ্রেসকে দুষলেন তিনি।

গোয়ায় মহারাষ্ট্রের মতো মহাবিকাশ আগাড়ি তৈরি হল না, কংগ্রেসে রুষ্ট শিবসেনা

সঞ্জয় রাউত চেয়েছিলেন, তাঁর দল শিবসেনা এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি অর্থাৎ এনসিপি আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের লড়াইয়ের জন্য কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে চলুক। তবে কংগ্রেসের সঙ্গে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। একপ্রকার ব্যর্থ হয়েছে তা। কংগ্রেস একাই চলতে চেয়েছে গোয়ায়।

সঞ্জয় রাউত মনে করেন, তারা একসঙ্গে চললে আরও সঙ্ঘবদ্ধ লড়াই হত। গোয়ায় হয়তো তাদের দলের শক্তি কম। এনসিপিএরও শক্তি কম, কিন্তু একসঙ্গে চললে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও জমাট বাঁধত। সঞ্জয় রাউত বলেন, আমরা কংগ্রেসের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু কোন ফল হয়নি। কংগ্রেস তাঁদের আবেদন গ্রাহ্য করেনি গোয়ার মাটিতে।

সঞ্জয় রাউত জানান, শিবসেনা এবং এনসিপি একটি 'মহা বিকাশ আগাড়ি' গঠনের চেষ্টা করেছিল গোয়াতেও। যেমন মহারাষ্ট্রে রয়েছে তিন দলের জোট, তেমনই গোয়াতে বাস্তাবায়িত করে বিজেপির বিরুদ্ধে লড়তে চেয়েছিল তারা। কিন্তু কংগ্রেস নেতারা মনে করেন যে, তারা নিজেরাই সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তারা এককশক্তিতে বিজেপিকে হারাতে পারে। তাই তারা শিবসেনা-এনসিপির সঙ্গে জোটে যেতে চায়নি।

মহা বিকাশ আগাড়ি হল শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের মধ্যে জোট। যারা বর্তমানে মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে৷ সম্প্রতি মহারাষ্ট্রের নগর পঞ্চায়েত নির্বাচনেও বিপুল সাফল্য পেয়েছে তারা। বিজেপির দ্বিগুণেরও বেশি আসনে জয়ী হয়েছে তাদের তিন দলের জোট। সেই সাফল্যের সোপান ধরেই তারা গোয়াতে এক হতে চেয়েছিল। কিন্তু কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব তা হতে দিল না।

উল্লেখ্য, গোয়ার বিধানসভার ৪০টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। এবার নির্বাচনে গোয়ায় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির বিরুদ্ধে এককভাবে লড়ছে কংগ্রেস, আম আদমি পার্টি ও তৃণমূল। এবার ভোটে প্রথম আত্মপ্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তারা কংগ্রেস-সহ বিরোধীদের ভেঙে সংগঠন বাড়িয়েছে।

আর উঠে এসেছে আম আদমি পার্টির। তারাও বিজেপির বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বহিতা তুলে ধরতে চায়। সর্বোপরি রয়েছে কংগ্রেস। কংগ্রেস এবার পরিবর্তনের পক্ষে আশাবাদী হলেও বিরোধী ভোট কাটাকাটিতে অঙ্ক জটিল হয়েছে। কারণ বিরোধী ভোট ব্যাঙ্কই লোকচক্ষুতে ভেঙেছে। তবে বিধানসভা নির্বাচনের আগে গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। গোয়া বিধানসভা নির্বাচনের প্রার্থীদের দ্বিতীয় তালিকাও প্রকাশ করেছে ইতিমধ্যে।

English summary
Shiv Sena offended to Congress not to agree Maha Vikash Aghadi in Goa like Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X