For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে ৬ মন্ত্রীর মধ্যে দফতর বন্টন! শিবসেনার হাতে স্বরাষ্ট্র

বৃহস্পতিবার মহারাষ্ট্রে জোট সঙ্গীদের মধ্য দফতর বন্টন করা হল। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২ সপ্তাহ পরে হওয়া এই দফতর বন্টনে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দফতর এদিন নতু

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার মহারাষ্ট্রে জোট সঙ্গীদের মধ্য দফতর বন্টন করা হল। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২ সপ্তাহ পরে হওয়া এই দফতর বন্টনে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দফতর শিবসেনার হাতেই থাকছে। এদিন নতুন সরকারের ৬ মন্ত্রীর মধ্যে দফতর বন্টন করা হয়েছে। শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস থেকে দুজন করে মন্ত্রী ২৮ নভেম্বর শপথ নিয়েছিলেন।

যেসব দফতর শিবসেনার হাতে

যেসব দফতর শিবসেনার হাতে

মুখ্যমন্ত্রীর অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, শিবসেনা নেতা একনাথ শিন্ডের হাতে থাকবে স্বরাষ্ট্র, নগরোন্নয়ন, বন, পরিবেশ, জল সরবরাহ, জল সংরক্ষণ, পর্যটন, পাবলিক আন্ডার টেকিং এবং পরিষদীয় দফতর। অন্য সেনা নেতা সুভাষ দেশাইয়ের হাতে থাকছে শিল্প, উচ্চ ও প্রযুক্তি শিক্ষা, ক্রীড়া ও যুব কল্যাণ, পরিবহণ, হর্টিকালচার, বন্দর, মারাঠি ভাষা ও সংস্কৃতি।

এনসিপির হাতে যেসব দফতর

এনসিপির হাতে যেসব দফতর

এনসিপির জয়ন্ত প্যাটেলের হাতে থাকছে অর্থ ও পরিকল্পনা, হাউসিং, জনস্বাস্থ্য, কোঅপারেশন, খাদ্য ও সরবরাহ, শ্রম। জগন ভুজবলের হাতে থাকছে, সেচ, গ্রামোন্নয়ন, সোশ্যাল জাস্টিস, স্কিল ডেভেলপমেন্ট, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

 কংগ্রেসের হাতে দফতর

কংগ্রেসের হাতে দফতর

কংগ্রেসের বালাসাহেব থোরাটের হাতে কর, শক্তি, মেডিকেল এডুকেশন, স্কুল এডুকেশন, অ্যানিম্যাল হাসব্যান্ড্রি অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট, ফিশারি। কংগ্রেসেরই নীতীন রাউতের হাতে থাকছে পিডব্লুডি, ট্রাইবাল ওয়েলফেয়ার, ওম্যান অ্যান্ড চাইন্ড ওয়েলফেয়ার, টেক্সটাইল, রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ওবিসি, স্পেশাল ক্লাস ওয়েলফেয়ার।

মন্ত্রিসভা সম্প্রসারণ হবে ২১ ডিসেম্বরের পর

মন্ত্রিসভা সম্প্রসারণ হবে ২১ ডিসেম্বরের পর

মুখ্যমন্ত্রীর অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব দফতরের নাম উল্লেখ নেই সেগুলি দেখভাল করবেন মুখ্যমন্ত্রীই। বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হবে ২১ ডিসেম্বর। এরপরেই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে।

English summary
Shiv Sena Keeps Home, NCP gets Finance, Congress gets Revenue in allocation of Ministry in Maharashtra. Till today six ministers get the portfolios.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X