For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজিত পাওয়ারকে মুখ্যমন্ত্রী করতে শিবসেনার নতুন প্রস্তাব! জল্পনা তুঙ্গে

জানা গিয়েছে, মহারাষ্ট্রে সেনা, এনসিপি, কংগ্রেসের জোট বজায় রাখতে এনসিপির অজিত পাওয়ারকে তারা ২.৫ বছরের জন্য মুখ্যমন্ত্রীর ভাগ দিতে রাজি।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে নতুন রফার সূত্র শিবসেনার। সূত্রের খবর এমনটাই। শনিবার ভোরে শপথ নিয়েছেন অজিত পাওয়ার। জানা গিয়েছে, মহারাষ্ট্রে সেনা, এনসিপি, কংগ্রেসের জোট বজায় রাখতে এনসিপির অজিত পাওয়ারকে তারা ২.৫ বছরের জন্য মুখ্যমন্ত্রীর ভাগ দিতে রাজি।

মহারাষ্ট্রে জোট বজায় রাখতে শিবসেনার নতুন প্রস্তাব! জল্পনা তুঙ্গে

এদিকে সোমবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা মামলায় চূড়ান্ত রায় দিতে পারে সর্বোচ্চ আদালত। ২৩ নভেম্বরে ভোরে রাষ্ট্রপতি শাসন তুলে নিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ারের শপথগ্রহণের ব্যবস্থা করেন। শিবসেনা, কংগ্রেস এবং এনসিপির আবেদনের প্রেক্ষিতে রবিবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। তাদের করা আবেদনে তিন রাজনৈতিক দল খুব তাড়াতাড়ি আস্থা ভোটের দাবি জানিয়েছিল। কেননা রাজ্যপাল দেবেন্দ্র ফড়নবিশকে আস্থা ভোটের জন্য সময় দিয়েছিলেন ৩০ নভেম্বর পর্যন্ত।

শিবসেনা, কংগ্রেস এবং এনসিপির আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দেয় সোমবার সকালে দেবেন্দ্র ফড়নবিশকে আমন্ত্রণ জানানো রাজ্যপাল কোশিয়ারির চিঠি জমা দেওয়ার জন্য।

শুক্রবার বিকেলে শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি জানায় তারা জোট সরকার গঠন করবেন। যার নেতা হবেন উদ্ধব ঠাকরে। কিন্তু একরাতের মধ্যেই এনসিপির অজিত পাওয়ারের সমর্থন নিয়ে বিজেপির সরকার গঠন করা হয় মহারাষ্ট্রে।

English summary
Shiv Sena is willing to agree of sharing Chief Minister's post with NCP's Ajit Pawar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X