For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিরডি সাই বাবা মাংস খেতেন, আল্লার উপাসনা করতেন, ফের তোপ শঙ্করাচার্যের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

শিরডি
নয়াদিল্লি, ৩ জুলাই: শিরডি সাই বাবা মাংস খেতেন। উপাসনা করতেন আল্লার। এমন একজন কখনও হিন্দুদের কাছে ভগবান হতে পারেন না। তাঁর ভক্তরা সাই বাবাকে ভগবানের মর্যাদা দিয়েছেন শুধু টাকা রোজগারের জন্য। এমনই মন্তব্য করেছেন দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী।

কিছুদিন আগেই তিনি শিরডি সাই বাবার বিরুদ্ধে একপ্রস্থ তোপ দাগেন। এর জেরে এলাহাবাদ হাই কোর্ট এবং রাজস্থান হাই কোর্টে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তাতে বিন্দুমাত্র বিচলিত নন স্বরূপানন্দ সরস্বতী। এ দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, "কেন সাই বাবার পুজো করব? কেন ওঁকে ভগবানের আসনে বসাব? উনি মাংস খেতেন। আল্লার গুণ গাইতেন। এ সবই হিন্দু ধর্মের বিরোধী। তবুও ভক্তরা দেবতাদের সঙ্গে সাই বাবার ছবি রাখেন। এ সবই টাকা রোজগারের জন্য। এটা না করলে কি আর টাকা রোজগার হবে?" তিনি আরও বলেন, কংগ্রেসের কথায় এ সব বলছেন বলে যে অভিযোগ উঠেছে, তা মিথ্যা। তাঁর সঙ্গে রাজনীতির কোনও সংস্রব নেই।

এ দিকে, শঙ্করাচার্যের সমর্থনে মুখ খুলেছেন নাগা সাধুরা। নাগা সাধুদের উদ্ধৃত করে সিএনএন-আইবিএন জানাচ্ছে, স্বরূপানন্দ সরস্বতীকে গ্রেফতার করা হলে বা তাঁকে কোনওভাবে অপমান করা হলে ফল ভালো হবে না! নাগা সাধুরা রাস্তায় নেমে আন্দোলন করবে। শঙ্করাচার্য অবশ্য বলেছেন, "আমি নাগা সাধুদের বলিনি যে, আমার সমর্থনে এগিয়ে এসো। যদি ওঁরা স্বেচ্ছায় এগিয়ে আসতে চান, আসতে পারেন। কারণ এটা একটা ধর্মযুদ্ধ।"

স্বরূপানন্দ সরস্বতীর ঘনিষ্ঠ সেবক স্বামী নরেন্দ্র গিরি বলেন, "সাই বাবার ভক্তরা ওঁর পায়ের কাছে হিন্দু দেবদেবীদের ছবি রাখছে। কীভাবে এটা সম্ভব? ভগবান বিষ্ণু, ভগবান শিবের ছবি থাকছে শিরডি সাই বাবার পায়ের কাছে। হিন্দু হিসাবে আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়।"

English summary
Shirdi Sai Baba used to have meat, worshipped Allah, Shankaracharya's fresh salvo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X