For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবী, দাউদকে শীঘ্রই গ্রেফতার করা হবে, ছোটা শাকিলের কটাক্ষ 'লগে রহো মুন্নাভাই'

Google Oneindia Bengali News

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবী, দাউদকে শীঘ্রই গ্রেফতার করা হবে, ছোটা শাকিলের কটাক্ষ'লগে রহো মুন্নাভাই'
নয়াদিল্লি,৯ জানুয়ারি : আন্ডার ওয়ার্ল্ড জন দাউদ ইব্রাহিমের খোঁজ মিলে গিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তার চাল চলনে নজর রাখছে। খুব শ্গগিরই দাইদকে আটক করা হতে পারে। বৃহস্পতিবার এমনটাই দাবী করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সুশীলকুমার সিন্দে।

যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের এই দাবীকে ধর্তব্যের মধ্যেই ফেলছে না ডি কোম্পানি। দাউদের ডান হাত ছোটা শাকিল তো স্বরাষ্ট্রমন্ত্রককে রীতি মতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তার কথায়, 'ওনাকে প্রাণপণ চেষ্টা করতে বলুন'। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে ছোটা শাকিলের কটাক্ষ, 'লাগে রহো মুন্নাভাই'।

১৯৯৩ মুম্বই বোমা বিস্ফোরণের পরই ভারতের মোস্ট ওয়ান্টেড-এর তালিকায় উঠে আসে দাউদ ইব্রাহিমের নাম। শোনা যায় পুলিসের হাত থেকে বাঁচতে এরপরই দুবাইয়ে আশ্রয় নেয় দাউদ ইব্রাহিম। দাউদকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়েরও পূর্ণ মদত ছিল বলে অভিযোগ। কিন্তু এত কিছু জেনেও এতদিনে দাউদের চুল অবধি বাঁকাতে পারেনি কেউ। অনুমান সম্প্তি তালিবান শাসিত সোয়াট উপত্যকায় আশ্রয় নিয়েছে দাউদ।

তবে দাউদকে ধরার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে সুশীল সিন্দের এই কথায় জল্পনা শুরু হয়েছে। দেবযানী খোবড়েগডে কাণ্ডে ভারত-মার্কিন সম্পর্ক যেভাবে তিক্ত হয়েছে, তাতে মার্কিন গোয়েন্দা সংস্থা আদৌ কতটা সাহায্যের হাত বাড়িয়ে দেয় তা নিয়ে প্রশ্ন রয়েছে।

English summary
Shinde claims Dawood's arrest soon; Chhota Shakeel says 'lage raho Munnabhai'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X