For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েও শেষ মুহূর্তে সরে যেতে হচ্ছে শীলা দীক্ষিতকে!

কংগ্রেসের তরফে গুলাম নবি আজাদ ঘোষণা করেছেন যে কংগ্রেস ও সমাজবাদী পার্টি আসন্ন নির্বাচনে জোট বেঁধে লড়াই করবে।

  • |
Google Oneindia Bengali News

লখনৌ, ১৭ জানুয়ারি : উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন সেরাজ্যে একেরপর এক ঘটনার লাইন পড়ে যাচ্ছে। সমাজবাদী পার্টিতে মুলায়ম সিং যাদব ও অখিলেশ সিং যাদবের সাইকেল নিয়ে কাড়াকাড়ির ঘটনার পর একটি দিনও কাটেনি, এবার মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এবারে আর মুলায়ম অখিলেশ নয়, একজনের মুখ বদলে গিয়েছে। দুই প্রার্থীর একজন অখিলেশ হলেও অপরজন শীলা দীক্ষিত। এদিন কংগ্রেসের তরফে গুলাম নবি আজাদ ঘোষণা করেছেন যে কংগ্রেস ও সমাজবাদী পার্টি আসন্ন নির্বাচনে জোট বেঁধে লড়াই করবে।

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েও শেষ মুহূর্তে সরে যেতে হচ্ছে শীলা দীক্ষিতকে!

আর এই ঘোষণার অব্যবহিত পরই কংগ্রেসের হয়ে দাঁড়ানো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শীলা দীক্ষিত জানিয়ে দিয়েছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন। কারণ কংগ্রেস-সপা জোট হলে মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন একমাত্র অখিলেশ সিং যাদব। সেক্ষেত্রে নির্বাচনে লড়ে জিতলেও মুখ্যমন্ত্রীর পদ পাবেন না শীলা।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শীলা দীক্ষিত জানিয়েছেন, দুজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী একসঙ্গে থাকতে পারেন না। কংগ্রেস হাইকম্যান্ড যা সিদ্ধান্ত নেবে তা আমি মেনে নেব।

এর আগে কংগ্রেস নেতা পিএল পুনিয়া জানিয়েছিলেন যে, বিহারে যেমন জোট করে সাফল্য এসেছে তেমনই উত্তরপ্রদেশেও জোট হতে পারে। এদিকে অখিলেশ ঘনিষ্ঠ রামগোপাল যাদবও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে উৎসাহ দেখিয়েছিলেন। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, আসন্ন নির্বাচনে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোট হতে চলেছে। তবে কে কত আসনে লড়বে অথবা কীভাবে আসন সমঝোতা হবে তা নিয়ে সিদ্ধান্ত হওয়া এখনও বাকী রয়েছে।

English summary
Sheila Dixit will withdraw from CM post as Congress-SP form alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X