For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেঁয়াজের রপ্তানি বন্ধে সংকটে বাংলাদেশ, প্রশ্ন তুললেন শেখ হাসিনা

দেশে দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকরা। আর এতেই বড় বেশি বিপাকে পড়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ।

Google Oneindia Bengali News

দেশে দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকরা। আর এতেই বড় বেশি বিপাকে পড়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এতোটাই বিপাকে পড়েছে বাংলাদেশ যে ভারত সফরে এসে শুক্রবার একটি অনুষ্ঠানে সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেই ফেললেন, কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত বুঝতে পারছি না। আমরা বড় বিপদে পড়ে গিয়েছি। হঠাত করে এরকম সিদ্ধান্ত না নিয়ে যদি আগে নোটিস দিয়ে তারপর রপ্তানি বন্ধের সিন্ধান্ত নিত ভারত সরকার তাহলে হয়তো কিছুটা সুরাহা হত।

পেঁয়াজ না পেয়ে সমস্যায় বাংলাদেশ

পেঁয়াজ না পেয়ে সমস্যায় বাংলাদেশ

তিনি একটু অভিযোগের সুরেই বলেছেন, পেঁয়াজ রপ্তানি বন্ধ করছে ভারত একথা আগে জানতে পারলে অন্য কোথাও থেকে আনিয়ে রাখার ব্যবস্থা নেওয়া যেত। ভবিষ্যতে এরকম সিদ্ধান্ত নিলে ভারত যেন আগে জানিয়ে দেয় এমনই অনুরোধ করেছেন তিনি। শেখ হাসিনা এদিন বাংলাদেশের পেঁয়াজ সংকট বোঝাতে গিয়ে বলেছেন, আমি রাঁধুনিকে কোনও খাবারে পেঁয়াজ দিতে বারন করে দিয়েছি। হাসিনা এদিন প্রকাশ্যেই জািনয়েছেন ভারতের পেঁয়াজ
রপ্তানি বন্ধের সিদ্ধান্তে সংকটে পড়েছে বাংলাদেশ।

পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ভারতের

পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ভারতের

গত এক মাসে পেঁয়াজের দাম হঠাত করে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে ভারতে। দামের ঝাঁঝে মধ্যবিত্তের একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা। ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এই পরিস্থিতি থেকে দেশবাসীকে রক্ষা করতেই পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রক। দাম নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত বলে সরকারের তরফে জানানো হয়েছে।

বাংলাদেশ সফরে হাসিনা

বাংলাদেশ সফরে হাসিনা

গতকালই চারদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান মন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম ভারত সফর। দুই দেশের প্রধানের মধ্যে একাধিক মৌ স্বাক্ষরিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠতে তিস্তা জলবণ্টন এবং রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বলে সূত্রের খবর।

এদিকে হাসিনার এই সফরের শুরুতেই ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তাতে পরবর্তী আলোচনা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

English summary
Chetla Agrani Durga Puja 2019, see pics from Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X