For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস প্রেসিডেন্ট কার হওয়া উচিত, রাহুলকে পাশে নিয়ে জানালেন আরজেডি নেতা

কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধীই প্রথম পছন্দ। রাহুল গান্ধীরই উচিত দলের হাল ধরা। এ কথা রাহুল গান্ধীকে পাশে নিয়েই জানালেন আরজেডি নেতা শরদ যাদব। শুক্রবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন শারদ যাদব।

Google Oneindia Bengali News

কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধীই প্রথম পছন্দ। রাহুল গান্ধীরই উচিত দলের হাল ধরা। এ কথা রাহুল গান্ধীকে পাশে নিয়েই জানালেন আরজেডি নেতা শরদ যাদব। শুক্রবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন শারদ যাদব। তারপর তিনি রাহুল গান্ধীকে কংগ্রেসের সভাপতি করার দাবি উত্থাপন করলেন।

কংগ্রেস প্রেসিডেন্ট কার হওয়া উচিত, রাহুলকে পাশে নিয়ে শরদ

শরদ যাদব বলেন, আমার মতে কংগ্রেসের হাল ধরা উচিত রাহুল গান্ধীরই। কেন তিনি এ কথা বলছেন, তার উত্তরও দিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শরদ যাদব বলেন, "কেন নয়? যদি কেউ সারাক্ষণ কংগ্রেস চালায়, তবে তিনি রাহুল গান্ধী। আমি মনে করি তাঁকেই দলের সভাপতি করা উচিত।

শরদ যাদবের কথায়, কংগ্রেসের যদি বড় কিছু করার ইচ্ছা থাকে, তবে রাহুল গান্ধীকে কংগ্রেসের গুরুদায়িত্ব অর্পণ করতে হবে। একমাত্র সেটা হলেই, বড় কিছু করা সম্ভব। নতুবা নয়। এদিন ফলা করে তা জানান সম্প্রতি আরজেডিতে মিশে যাওয়া জনতা লোকদলের সুপ্রিমো শরদ যাদব।

শরদ যাদব যখন সংবাদমাধ্যমের সামনে এই বিবৃতি দিচ্ছিলেন, তখন রাহুল গান্ধী তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। রাহুল গান্ধী আরজেডি নেতার বক্তব্যের প্রতিক্রিয়া দেন। রাহুল গান্ধী বলেন, "আমরা এ সম্পর্কে পর্যালোচনা করছি, কে দলের পরবর্তী সভাপতি হবে, তা ভবিষ্যৎ বলবে। এখন আমাদের শুরু দেশবাসীর হিতের জন্য কাজ করতে হবে।

রাহুল গান্ধী বলেন, দেশের মানুষকে বোঝাতে হব বিজেপি একটা আতঙ্কের নাম। বিজেপির মিথ্যেচারে দেশ ভয়াবহ বিপদের দিকে ছুটে চলেছে। সেই বিপদ থেকে দেশকে বাঁচাতে গেলে বিজেপিকে উপড়ে ফেলতে হবে। তা না হলে ভারতের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে। ভারতের তৈরি হবে দুর্ভিক্ষ। মানুষ যদি এখনও না বোঝেন, সেই দুর্দিনের জন্য অপেক্ষা করতে হবে।

রাহুলের বিজেপির শাসনকালে দেশ যেভাবে চলছে, তার খেসারত দিতে হবে ভারতবাসীকেও। যেটা এখন দিতে হচ্ছে শ্রীলঙ্কাকে। এভাবে চোখ বুজিয়ে থাকলে আমাদেরও রক্ষা নেই। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিয়ে কংগ্রেস সংসদ রাহুল গান্ধী গর্জে উঠলেন। শোনালেন আগামীর বার্তা।

উল্লেখ্য, বর্তমান ভয়াবহ সঙ্কট তৈরি হয়েছে শ্রীলঙ্কায় চরম আর্থিক দৈন্যতা গ্রাস করেছে দ্বীপ-রাষ্ট্রকে। সবকিছুর দাম আকাশছোঁয়া। ওদেশে জ্বালানি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মিলছেই না। এই পরিস্থিতিতে কোনও সমাধান সুত্র বের করতেও পারছেন না দেশের সরকার। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের ভবিষ্যৎ তুলনা করলেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধী বলেন, এখন আমি এসব কথা বলছি, আপনারা হয়তো আমাকে বিশ্বাস করবেন না। কিন্তু আর ২-৩ বছর অপেক্ষা করুন, তারপরই দেখবেন দেশের কী হাল হয়! এ আর নতুন কি? ভারত বিভক্ত হয়েছে। তার ফলে বিভিন্ন দল তৈরি হয়েছে। আগে এক জাতি ছিল, তারা এখন জাতির মধ্যে বিভিন্ন জাতি তৈরি করেছে। সবাইকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। গভীরভাবে যন্ত্রণা দেয় এই ঘটনা।

রাহুল গান্ধী বলেন, "শরদ যাদব আজ যা বলেছেন, তার সঙ্গে আমি একমত। আমি একমত যে, আমাদের দেশও খুব খারাপ অবস্থায় রয়েছে। দেশে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, দেশ ভাগ করা হচ্ছে। তাই আমাদের জাতিকে একত্রিত করতে হবে এবং আরও একবার সৌভ্রাতৃত্বের পথে হাঁটতে হবে, যা আমাদের ইতিহাসের একটি অংশ ছিল।

English summary
Sharad Yadav demands Rahul Gandhi must be president of Congress and gives reasons.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X