For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই পাওয়ারের কাছে আয়কর দফতরের 'প্রেম-পত্র'

২৪ ঘন্টাও কাটেনি মহারাষ্ট্রে নয়া সরকার গঠন হয়েছে! বিজেপি'র সমর্থনে সে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে। উপ-মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করবেন বিজেপি নেতা তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। সরকা

  • |
Google Oneindia Bengali News

২৪ ঘন্টাও কাটেনি মহারাষ্ট্রে নয়া সরকার গঠন হয়েছে! বিজেপি'র সমর্থনে সে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে। উপ-মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করবেন বিজেপি নেতা তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। সরকারের এহেন রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই নোটিশ পেলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।

আয়কর দফতরের তরফে এহেন নোটিশ তাঁকে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আর এই নোটিশে চরম ক্ষুব্ধ এনসিপি মুখপাত্র মহেশ তাপস! আর এরপরেই মুখপাত্র টুইট করে প্রশ্ন করেন, এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু?

নির্বাচনী হলফনামা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে-

নির্বাচনী হলফনামা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে-

নোটিশ পাওয়ার পরে, শারদ পাওয়ার নিজেও টুইট করেছেন। এজেন্সিগুলিকে রাজনৈতিকভাবে ভিন্ন দৃষ্টিভঙ্গির লোকদের জন্য ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। পাওয়ার বলছেন, আমার কাছে আয়কর দফতরের তরফে এমনই একটি 'লাভ লেটার' এসেছে। জানা যাচ্ছে, ২০০৪ সালের লোকসভা নির্বাচনের সময় হলফনামায় থাকা তথ্যগুলি খতিয়ে দেখা হচ্ছে৷ এনসিপি সূত্রে জানা যাচ্ছে, আয়কর বিভাগ শরদ পাওয়ারের কাছ থেকে তার 2004 থেকে 2020 সালের নির্বাচনী হলফনামা সম্পর্কে তথ্য চেয়েছে।

কোনও চিন্তা নেই

কোনও চিন্তা নেই

আর এহেন নোটিশ ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিরোধীদের উপর চাপ বাড়াতে মোদী-শাহ ব্যবহার করছে বলে অভিযোগ। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী দলনেতা সরব হয়েছেন। আর এর মধ্যেই এবার পাওয়ারের কাছেও আয়করের নোটিশ। এনসিপি নেতা টুইট করে বলছেন, ২০০৪, ২০০৯, ২০১৪ ও ২০২০ সালের নির্বাচনী হলফনামা সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য আমি আয়কর থেকে একটি প্রেমপত্র পেয়েছি। তবে এই বিষয়ে কোনও চিন্তা নেই বলেই দাবি পাওয়ারের।

একাধিক টুইট

একাধিক টুইট

এই নোটিশ পাওয়ার পরেই এনসিপি সুপ্রিমো বেশ কয়েকটি টুইট করেন। সেখানে তিনি আরও বলেন, আয়কর বিভাগের দক্ষতায এবং গুণগত মান বৃদ্ধি পেয়েছে। তথ্য সংগ্রহ এবং কয়েকজনের কাছ থেকে তথ্য সংগ্রহের উপর এত বছর ধরে ফোকাস, একটি কৌশলগত পরিবর্তন বলে মনে হচ্ছে বলেও টুইট শরদ পাওয়ারের।

সঞ্জয় রাউতে নোটিশ পাঠায় ইডি

সঞ্জয় রাউতে নোটিশ পাঠায় ইডি

বলে রাখা প্রয়োজন, মহারাষ্ট্রে চলা সঙ্কটের মধ্যেই গত কয়েকদিন আগেই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে পরিস্থিতির জন্যে কিছুটা সময় চেয়ে নেন তিনি। এই নোটিশ ঘিরেও তৈরি হয় বিতর্ক। রাজনৈতিক প্রতিহিংসা করতেই এই নোটিশ পাঠানো হছে বলে অভিযোগ শিবসেনার। তবে আজ শুক্রবার ইডির দফতরের হাজিরা দেওয়ার কথা সঞ্জয় রাউতের। আর এই বিতর্কের মধ্যেই এবার পাওয়ারকে চিঠি আয়কর দফতরের। জমি কেলেঙ্কারিতে সঞ্জয় রাউতে নোটিশ পাঠায় ইডি।

English summary
Sharad Pawar gets Income Tax notice after political drama over in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X