For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যপাল বনাম মারাঠা সরকারের তরজা তুঙ্গে! এবার কোশিয়ারির পদত্যাগ দাবি শরদ পওয়ারের

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির তীব্র সমালোচনা করলেন এনসিপি সভাপতি শরদ পওয়ার ৷ আজ ওসমানাবাদ জেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যপালের পদত্যাগ দাবি করেছেন৷ সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বিতর্কিত চিঠি পাঠিয়েছিলেন কোশিয়ারী। তার কড়া জবাব দেন উদ্ধব৷ ওই চিঠিতে রাজ্যপাল উদ্ধবের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলে করোনা সুরক্ষাবিধি মেনে মহারাষ্ট্রের মন্দিরগুলি খুলে দেওয়ার জন্য সওয়াল করেছিলেন৷

এবার কোশিয়ারির পদত্যাগ দাবি শরদ পওয়ারের

জবাবে উদ্ধব রাজ্যপালকে লেখা চিঠিতে জানান, তাঁর হিন্দুত্ব বুঝতে কোশিয়ারির সার্টিফিকেটের দরকার নেই৷ মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই চিঠি, পাল্টা চিঠি নিয়ে সে রাজ্যের রাজনীতিতে শোরগোল পড়ে যায়৷ কোশিয়ারি যে ভুল করেছেন তা মেনে নিয়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর মতে, রাজ্যপাল তাঁর শব্দচয়নে আরও সতর্ক থাকলে ভালো হত৷

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শরদ পওয়ার বলেন, যে শব্দগুলি রাজ্যপাল ব্যবহার করেছেন তা ওই পদের মর্যাদা একেবারেই বাড়ায় না৷ অনেক রাজ্যপাল দেখেছি, কিন্তু এমন বিবৃতি দিতে কাউকে দেখিনি৷ ন্য়ূনতম আত্মসম্মানবোধ থাকলে তাঁর রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়া উচিত।

এর আগেও প্রধানমন্ত্রীকে শরদ পাওয়ার প্রধানমন্ত্রীকে লিখেছিলেন এই ইস্যুতে। তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনাতেই ধর্মনিরপেক্ষতার কথা রয়েছে। ফলে সেই আদর্শ মুখ্যমন্ত্রীকে তুলে ধরতে হবে। দুর্ভাগ্যক্রমে রাজ্যপাল যে ভাষায় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন তা কোনও রাজনৈতিক দলের নেতার ভাষা।

English summary
Sharad Pawar demands resignation of Maharashtra Guv Bhagat Singh Koshiyari on letter to Uddhav row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X