For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহিনবাগের ছায়া জাফরাবাদে, CAA-র প্রতিবাদে জমায়েত, উঠল আজাদি স্লোগান

শাহিন বাগের আন্দোলন এখনও থামেনি। এরই মধ্যে জেেগ উঠল আরেক সিএএ বিরোধী আন্দোলন।

Google Oneindia Bengali News

শাহিন বাগের আন্দোলন এখনও থামেনি। এরই মধ্যে জেগে উঠল আরেক সিএএ বিরোধী আন্দোলন। দিল্লির জাফরাবাগে শনিবার মধ্যরাত থেকে সিএএ-র প্রতিবাদে রাস্তায় নেমেছেন অসংখ্য মানুষ। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা। প্রতিবাদীরা রাত ভর রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন। জাফরাবাদের মূল রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।

 এবার জাফরাবাদে প্রতিবাদ

এবার জাফরাবাদে প্রতিবাদ

দিল্লির জাফরাবাদে নতুন করে শুরু হয়েছে সিএএ বিরোধী আন্দোলন। শনিবার মধ্যরাত থেকে এলাকার অসংখ্য মহিলা রাস্তায় নেমে আজাদি স্লোগান দিতে শুরু করেন। অবরুদ্ধ হয়ে গিয়েছে জাফরাবাদের মূল সড়ক। রাস্তায় বসে সিএএ বিরোধি স্লোগান তুলেছেন প্রতিবাদীরা। অধিকাংশই মহিলা বলে জানানো হয়েছে। অবরুদ্ধ হয়ে পড়েছে জাফরাবাদ মেট্রো স্টেশন। রাত থেকে এলাকায় অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে। মহিলা পুলিসকেও মোতায়েন করা হয়েছে জাফরাবাদ মেট্রো স্টেশন। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গিয়েছে সিলামপুর থেকে মৌজপুর এবং যমুনা বিহার যাওয়ার রাস্তা।

সিএএ প্রত্যাহারের দাবি

সিএএ প্রত্যাহারের দাবি

আন্দোলনকারীরা সেখানে জমায়েত হয়ে সিএএ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। যতক্ষণ না সিএএ প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে বলে জানিয়েছেন এত আন্দোলনকারী। শাহিনবাগের বিক্ষোভকারীরা অবরুদ্ধ পথ ছেড়ে দেওয়ার পরেই জাফরাবাদে আন্দোলন শুরু হয়। স্থানীয় এক ইমাম তাঁদের আন্দোলন থেকে সরে আসার অনুরোধ জানালেও প্রতিবাদীরা তাতে রাজি হননি।

বাড়ছে উত্তেজনা

বাড়ছে উত্তেজনা

এদিকে সকাল থেকে জমায়েত বাড়তে শুরু করেছে জাফরাবাদে। আরও একটা শাহিনবাগের আশঙ্কা করছে পুলিস প্রশাসন। জাফরাবাদ মেট্রো স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোটা এলাকায় পুলিসি প্রহরা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে জাফরাবাদের বিভিন্ন এলাকায়।

English summary
Shaheen Bag like anti CAA protest started at Jaffrabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X