For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যর্থ রাহুল! ফের সভানেত্রী হওয়ার পথেই কি সনিয়াই, জল্পনা তুঙ্গে

সনিয়া গান্ধীই কংগ্রেস সভাপতি পদে বসুন। সূত্রের খবর অনুযায়ী এমনটাই মত প্রকাশ করেছেন কংগ্রেসের বহু বর্ষীয়ান নেতা। লোকসভা ভোটের ফল বেরনোর কিছুদিন পর সভাপতি পদে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

সনিয়া গান্ধীই কংগ্রেস সভাপতি পদে বসুন। সূত্রের খবর অনুযায়ী এমনটাই মত প্রকাশ করেছেন কংগ্রেসের বহু বর্ষীয়ান নেতা। লোকসভা ভোটের ফল বেরনোর কিছুদিন পর সভাপতি পদে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী। তারপর থেকেই কংগ্রেস সভাপতির পদ নিয়ে কার্যত অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ব্যর্থ রাহুল! ফের সভানেত্রী হওয়ার পথেই কি সনিয়াই, জল্পনা তুঙ্গে

২০১৯-এর লোকসভা ভোটের পর রাজনৈতিক শক্তির দিক থেকে কংগ্রেস খুবই খারাপ জায়গায় রয়েছে। এবারের নির্বাচনে তারা মাত্র ৫২ টি আসন দখল করে। সনিয়া গান্ধী রায়বরেলি থেকে জিততে পারলেই দীর্ঘদিন কংগ্রেসের গড় হিসেবে পরিচিত আমেথি থেকে পরাজিত হয়েছেন রাহুল। ফল বেরনোর পর রাহুল বলেছিলেন সভাপকতি হিসেবে তিনি পদত্যাগ করবেন। সেই সময় এই সিদ্ধান্ত নিয়ে দলের মধ্যেই বিরোধিতা করা হয়। যদিও তার পরেও রাহুল সভাপতির পদে ইস্তফা দেন। এবার সূত্রের খবর অনুযায়ী, দলের বর্ষীয়ান নেতারা সনিয়া গান্ধীকেই সভাপতি হিসেবে চাইছেন।

২০১৭-তে সভাপতি পদ থেকে সরে যাওয়ার আগে পর্যন্ত প্রায় দুই দশকের মতো সময় সনিয়া গান্ধী কংগ্রেস সভাপতির পদে ছিলেন। দায়িত্ব নেওয়ার পর রাহুল গান্ধী কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে কোনও আশার আলো দেখাতে পারেননি। এই পরিস্থিতিতে দলের সিনিয়র নেতারা সনিয়া গান্ধীর কাছেই সভাপতির পদে ফিরে আসার জন্য আবেদন জানিয়েছেন বলে শোনা যাচ্ছে।

এখনও পর্যন্ত সনিয়া গান্ধী ইউপিএ চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন। লোকসভায় যার সদস্য সংখ্যা ৯১। অন্যদিকে এনডিএ-র সদস্য সংখ্যা ৩৫৩।

এই পরিস্থিতিতে যদি সনিয়া গান্ধী ফের কংগ্রেস সভাপতির পদ গ্রহণ করেন, তাহলে বিজেপির আক্রমণের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কেননা আগে থেকেই বিজেপির
অভিযোগ কংগ্রেসের পরিবারতন্ত্রের বিরুদ্ধে।

English summary
Several senior Congress leaders have reportedly expressed their desire to have Sonia Gandhi back as party president.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X