For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয় ধরাচ্ছে সেরো সার্ভের রিপোর্ট! ভারতের আসল করোনা আক্রান্তের সংখ্যা জানলে চমকে যাবেন আপনিও

ভয় ধরাচ্ছে সেরো সার্ভের রিপোর্ট! ভারতের আসল করোনা আক্রান্তের সংখ্যা জানলে চমকে যাবেন আপনিও

  • |
Google Oneindia Bengali News

বিগত দেড় মাসে করোনার বাড়বাড়ন্ত অনেকটাই কমেছে গোটা ভারতেই। দৈনিক আক্রান্তের সংখ্যাও নেমে এসেছে ৫০,০০০-এর নীচে। যদিও এতেও মোটেই সন্তুষ্ট নয় ভারতীয় বিজ্ঞানমহল। ভয় ধারাচ্ছে সেরো সমীক্ষায় উঠে আসা তথ্য। বর্তমান করোনা চিত্র যাই বলুক, বাস্তবে হয়তো তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ মারণ ভাইরাসের কবলে পড়েছেন, এমনটাই মত কোভিড গবেষকদের। এই তথ্য সামনে আসতেই ফের আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

গোষ্ঠী প্রতিরোধের কারণেই আক্রান্তের সংখ্যায় ভাটা ?

গোষ্ঠী প্রতিরোধের কারণেই আক্রান্তের সংখ্যায় ভাটা ?

স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে খবর, ধীর গতিতে হলেও বেশ সরলরৈখিক ভাবেই ভারতে কমছে আক্রান্তের সংখ্যা। গত দু'সপ্তাহ গোটা ভারতেই দৈনিক আক্রান্তের সংখ্যাও থেকেছে ৪০,০০০-এর নীচে। অন্যদিকে, যেখানে ভোটের মরশুমে আক্রান্তের সংখ্যায় ঢল নামার কথা, সেখানে বিহারে প্রত্যহ আক্রান্তের সংখ্যা ৫০০-৬০০-এর আশেপাশে। যদিও কেরল ও মহারাষ্ট্রে সংখ্যাটা ৪,০০০থেকে ৫,০০০! গবেষকদের মতে, "সম্ভবত এতদিনে সমগ্র ভারতীয়দের ৫০% আক্রান্ত হয়ে পড়েছে, আর তাই গোষ্ঠী প্রতিরোধের কারণে আক্রান্তের সংখ্যায় ভাটা দেখা যাচ্ছে।"

কী বলছে সেরো সার্ভে ?

কী বলছে সেরো সার্ভে ?

আইআইটি কানপুরের তরফে মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, "শনিবার পর্যন্ত আমাদের কম্পিউটার মডেলের হিসাবে, ভারতের ৫৫% অধিবাসী করোনায় আক্রান্ত হয়েছেন।" তাঁর মতে, "কোনো সেরোসমীক্ষাতেই এই বিপুল পরিমাণ মানুষের পরীক্ষা সম্ভব নয়, আর তাই হিসাবে গলদ থেকেই যাচ্ছে।" সূত্রের খবর, ভারতে করোনার গতিপ্রকৃতি নিরীক্ষণের জন্য গঠিত সরকারি কমিটির সদস্য ছিলেন মনীন্দ্র আগরওয়াল। মধ্য-অক্টোবরেই এই কমিটি জানিয়েছিল যে, ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত করোনার প্রকোপ বজায় থাকবে!

 আসল আক্রান্তের সংখ্যা ১৫-১৬ কোটির বেশি ?

আসল আক্রান্তের সংখ্যা ১৫-১৬ কোটির বেশি ?

অশোক বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিদ শাহিদ জামিল জানিয়েছেন, "সর্বশেষ সেরো সার্ভের তথ্য বলছে ভারতে আসলে আক্রান্তের সংখ্যা হিসাবের থেকেও প্রায় ১৫-১৬ গুণ বেশি। তাহলে সংখ্যাটা দাঁড়ায় ১৫-১৬ কোটির আশেপাশে। কিন্তু যদি এটা ভাবা হয় যে আমাদের ধারণার থেকেও অনেক অধিক গতিতে করোনা সংক্রমণ ঘটিয়েছে, তাহলে আদতে আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৪০-৫০ কোটির কাছাকাছি!" যদিও সঠিক তথ্য পেতে গেলে তিনি সরাকরি তত্ত্বাবধানে একটি বড় পর্যায়ে দেশব্যাপী সেরোসার্ভের উপরেই জোর দিচ্ছেন।

 বিহার ও দিল্লিতে আক্রান্তের সংখ্যায় ফারাক কেন?

বিহার ও দিল্লিতে আক্রান্তের সংখ্যায় ফারাক কেন?

মনীন্দ্র আগরওয়ালের কথায়, "আমাদের গবেষণায় উঠে এসেছে যে, বিহারে আদতে আক্রান্তের সংখ্যাটা প্রায় ৬৫% ছুঁয়েছে, যার অর্থ প্রত্যহ প্রায় ৩০০ জন আক্রান্ত হলেও তাঁরা থেকে যাচ্ছেন তালিকার বাইরে। এই সমীকরণ দেশের মধ্যে বিহারে সর্বাধিক। " পাশাপাশি তিনি এও জানিয়েছেন, "দিল্লিতে প্রতি ১জন নিশ্চিত আক্রান্ত পিছু ৪০ জনের আক্রান্ত হওয়ার খবর আড়ালে থেকে যাচ্ছিল। সম্প্রতি করোনা পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়ার ফলে সংখ্যাটা ২০-তে নেমে এসেছে। আবার অধিক সংখ্যায় আক্রান্ত ধরা পড়ায় হিসাবেও সুবিধা হচ্ছে।"

প্রকাশ্যে কৃষক সংগঠনগুলির অন্তর্দ্বন্দ্ব! রাস্তার অবরোধ সরানো ঘিরে আন্দোলনে চিড়?প্রকাশ্যে কৃষক সংগঠনগুলির অন্তর্দ্বন্দ্ব! রাস্তার অবরোধ সরানো ঘিরে আন্দোলনে চিড়?

English summary
Although the number of daily corona attacks is decreasing, but the report of corona Sero survey is frightening
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X