For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মন কী বাত' অনুষ্ঠান, দেশবাসীকে 'উৎসাহ' বাড়িয়ে 'উৎসবে' মেতে ওঠার বার্তা মোদীর

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধের উদ্বোধনের পর এই প্রথম জাতীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধের উদ্বোধনের পর এই প্রথম জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ৩৬ তম পর্বের 'মন কী বাত' অনুষ্ঠান ঘিরে নজর ছিল গোটা দেশের। এই পর্বের মাধ্যমে ৩ বছর পূর্ণ হল 'মন কী বাত' অনুষ্ঠানের।

মন কী বাত অনুষ্ঠানে জাতীর উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

  • দেশের বিভিন্ন সমস্যা, আশা , আকাঙ্খার সঙ্গে জুড়ে রয়েছে 'মন কী বাত' অনুষ্ঠান, বললে মোদী।
  • মন কী বাত রাজনৈতিক রঙের বাইরে, জানালেন মোদী।
  • 'সেলফি উইথ ডটার' উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
  • দেশে খাদির বস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়াকে স্বাগত জানান মোদী। তিনি বলেন 'খাদি' একটি সংস্কৃতি।
  • খাদি বস্ত্র নিয়ে সরকারের উদ্যোগকে ও কর্মসংস্থান বাড়ানোর প্রকল্পকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।
  • গান্ধিজয়ন্তী উপলক্ষ্যে স্বচ্ছতার সংকল্প নেওয়ার কথা ফের একবার বলেন মোদী।
  • খাবার নষ্ট না করার জন্য দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর।
  • স্বচ্ছতা আন্দোলনে সংবাদমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা নরেন্দ্র মোদীর।
  • স্বচ্ছতা অভিযানে কাশ্মীরের জনৈক বিলাল দারের ভূয়সী প্রশংসা করেন তিনি।
  • নিজের ভাষণে গান্ধীজি ও দিনদয়ালজি-র অবদান স্মরণ করেন মোদী।
  • ৩১ অক্টোবর দেশে 'রন ফর ইউনিটি'-র উদ্যোগ চালু হবে বলে জানালেন প্রধানমন্ত্রী।
  • উৎসবের মরশুমে বিদেশ নয়, দেশেই দেশবাসীকে ভ্রমণের আহ্বান নরেন্দ্র মোদীর।
  • 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত' সফল করার ডাক প্রধানমন্ত্রীর।
  • দেশভ্রমণে বেরিয়ে কোনও বিশেষ তথ্যের সন্ধান পেলে তা সরকারের সঙ্গেও ভাগ করে নেওয়া আহ্বান প্রধানমন্ত্রীর।
  • ফিফা আন্ডার ১৭ নিয়ে দেশবাসীকে খেলার বিষয়ে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
  • নবরাত্রি ও দুর্গাপুজো উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা মোদীর। উৎসাহ বাড়িয়ে উৎসবে মেতে ওঠার বার্তা মোদীর।
English summary
Prime Minister Narendra Modi will address the nation in the 36th edition of his monthly radio broadcast programme ‘Mann ki Baat’ on Sunday at 11 AM. As ‘Mann Ki Baat’ completes its three years on Sunday, the Prime Minister is expected to speak on the Sardar Sarovar Dam and the high-speed rail project, which was recently inaugurated.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X