For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় শেয়ার বাজারে কালো ছায়া! সেনসেক্স-নিফটির বড় পতনে বিনিয়োগকারীদের মাথায় হাত

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার কালো ছায়া ভারতীয় শেয়ার বাজারে। এ দিন শুরুর দিকে বাজার স্থিতিশীল থাকলেও দিনের লেনদেন বাড়তেই হুহু করে পড়তে থাকে সূচক। বুধবারের ঊর্ধ্বমুখী গ্রাফ ধরে রাখতে ব্যর্থ হল এদিনের শএয়ার বাজার। দিনের শেষে ৭০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। নিফটি গিয়ে ঠেকে ৯৯০২ পয়েন্টে।

ভারতীয় শেয়ার বাজারে কালো ছায়া! সেনসেক্স-নিফটির বড় পতনে বিনিয়োগকারীদের মাথায় হাত

এদিনের সূচকের পতনের জেরে ভোডাফোন আডিয়ার শেয়ারে ১৩ শতাংশ ছাঁট দেখা যায়। এদিকে বাজারের এই নিম্নমুখী গ্রাফেও নিজদের দাম ধরে রেখে লাভের মুখ দেখে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ও এইচডিএফসি। এদিনের লেনদেন শেষে দালাল স্ট্রিটের সূচক গিয়ে ঠেকে ৩৩,৫৩৮.৩৭ পয়েন্টে।

এর আগে বুধবার ১০,১০০ পয়েন্টের উপরে উঠে এসেছে জাতীয় স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি। ২৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স গিয়ে দাঁড়িয়েছিল ৩৪,২৪৭ পয়েন্ট।

এদিন লেনদেন চলাকালীন নিফটির অধীনে থাকা পাবলিক সেক্টর ব্যাঙ্কের সূচক সর্বাধিক ৩.৫ শতাংশ হ্রাস পেয়েছে। নিফটি ফিন্যান্সিয়াল সার্ভিস, মিডিয়া, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, ধাতু এবং অটো সূচকের প্রত্যেকটি ১.২ শতাংশ থেকে ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

অমসের গ্যাস লিক নিয়ন্ত্রণে আনতে লাগবে আরও ২৫ দিন! কীভাবে আগুন লাগল তিনসুকিয়াতে?অমসের গ্যাস লিক নিয়ন্ত্রণে আনতে লাগবে আরও ২৫ দিন! কীভাবে আগুন লাগল তিনসুকিয়াতে?

English summary
Sensex slumps 700 points as NIFTY slips to 9902 points on Thursday share market
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X