For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ায় নির্বাচনে পাত্তা পাবে না তৃণমূল, দাবি সনিয়া ঘনিষ্ঠ শীর্ষ কংগ্রেস নেতার

গোয়ায় নির্বাচনে পাত্তা পাবে না তৃণমূল, দাবি সনিয়া ঘনিষ্ঠ শীর্ষ কংগ্রেস নেতার

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসে (Congress) ভাঙন ধরিয়ে গোয়ায় (Goa) শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । যদিও কোঙ্কন উপকূলের ছোট রাজ্যে তৃণমূলের কার্যকলাপকে গুরুত্ব দিতে রাজি নন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P Chidambaram)। ভোটের পরে তৃণমূল প্রান্তিক শক্তি হিসেবে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।

২৮ অক্টোবর প্রথমবার গোয়ায় যাচ্ছেন মমতা

২৮ অক্টোবর প্রথমবার গোয়ায় যাচ্ছেন মমতা

২৮ অক্টোবর প্রথমবার গোয়ায় যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ৭ বারের কংগ্রেস বিধায়ক লুইজিনো ফেলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন। গোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেখানকার কংগ্রেস ভেঙে ছোট-বড়-মেজো অনেকেই যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। দীর্ঘদিন ধরে গোয়ায় রয়েছেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন। রবিবার সেখানে গিয়েছেন বাবুল সুপ্রিয় এবং সৌগত রায়। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনমাস পরেই গোয়ায় সরকাগ গঠন করবে তৃণমূল।

গুরুত্বে রাজি নন চিদাম্বরম

গুরুত্বে রাজি নন চিদাম্বরম

তৃণমূলের এইসব দাবিকে গুরুত্বে রাজি নন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম। গোয়ায় সামনের বছরের বিধানসভা ভোটের কারণে চিদাম্বরমকে কংগ্রেস হাইকমান্ডের তরফে ইলেকশন অবজারভার করা হয়েছে। গোয়ায় তৃণমূলের উপস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে চিদাম্বরম বলেছেন, পশ্চিমবঙ্গে ভিত্তি থাকা তৃণমূলকে সেখানে (গোয়ায়) ওপর থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। অন্য দলে ভাঙনে উৎসাহ দিয়ে গোয়ায় তৃণমূলের শাখা খোলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য তিনি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন তিনি।
চিদাম্বরম বলেছেন, ২০১৭-তে গোয়ায় আপের পরীক্ষা হয়ে গিয়েছে। তারা কোনও প্রভাব ফেলতে পারেনি। আর তৃণমূল গোয়ায় প্রবেশ করেছেন ২০২১-এর সেপ্টেম্বরে। কিন্তু সেখানে তাদের স্থানীয় কিংবা একেবারে নিচুতলায় কোনও কর্মী নেই।

গোয়ার জীবন ধারনের সঙ্গে পরিচিত কংগ্রেস

গোয়ার জীবন ধারনের সঙ্গে পরিচিত কংগ্রেস

ছোট দলগুলিকে সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী জোট প্রসঙ্গে পি চিদাম্বরম বলেছেন, যদি কংগ্রেস দেখে যে তারাই বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব দেবে, তাহলেই সেই পথে হাঁটা হবে। তিনি বলেছে, কংগ্রেস গোয়াকে জানে, গোয়াবাসীদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, গোয়ায় জীবন ধারনের যে আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তার সঙ্গেও কংগ্রেস পরিচিত বলে জানিয়েছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদাম্বরম। তিনি বলেছেন, আগামী বছরের শুরুতে যে পাঁচটি রাজ্যে ভোট হতে যাচ্ছে গোয়া তাদের মধ্যে অন্যতম। কংগ্রেসের কাছে সবকটি রাজ্যের ভোটই গুরুত্বপূর্ণ।

বিজেপিকে হারাতে ভাল জায়গায় কংগ্রেস

বিজেপিকে হারাতে ভাল জায়গায় কংগ্রেস

গোয়ায় কংগ্রেসের অবস্থা প্রসঙ্গে চিদাম্বরম বলেছেন, সেখানে বিজেপিকে হারাতে কংগ্রেস সব থেকে ভাল জায়গায় রয়েছে। যদি ছোটদলগুলি মনে করে তাহলে তারা কংগ্রেসকে সাহায্য করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের আগেই কি কংগ্রেস মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে, সেই প্রশ্নের উত্তরে পি চিদাম্বরম বলেছেন, কংগ্রেস প্রার্থীদের পুরো তালিকা প্রকাশের পরেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি দাবি করেছেন, লুইজিনো ফেলেইরো দলবদলকারীদের দলে নাম লেখালেও, তাঁর কেন্দ্রে কংগ্রেসের সংগঠনে কোনও প্রভাবই পড়বে না।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
As TMC claims they will win in next assembly election in Goa, Congress observer for Goa P Chidambaram claims AAP and TMC will be marginal players there.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X