For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকা দিচ্ছেন সিকিউরিটি গার্ড! ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠছে প্রশাসনের কাণ্ডজ্ঞান নিয়ে

টিকা দিচ্ছেন সিকিউরিটি গার্ড! ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠছে প্রশাসনের কাণ্ডজ্ঞান নিয়ে

  • |
Google Oneindia Bengali News

করোনা ভ্যাকসিন নিয়ে দেশজোড়া উদ্বেদের মাঝেই এবার স্বাস্থ্য ব্যবস্থার করুণ ছবি ধরা পড়ল ওড়িশায়। সত্রের খবর, ওড়িশার অঙ্গুল জেলার একটি সরকারি হাসপাতালে একজন নিরাপত্তারক্ষীকে রোগীকে সম্প্রতি টিকা দিতে দেখা গেছে। হাসপাতালে থাকা এক অন্য রোগীর আত্মীয় ঘটনাটি রেকর্ড করে অনলাইনে আপলোড করেছেন। এরপর তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

সূত্রের খবর, ভিডিওতে যে রোগীকে ইনঞ্জেকশন দেওয়া হচ্চে তিনি সম্প্রতি একটি একটি ছোটখাটো দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে জানা যাচ্ছে। আর তারপরেই তিনি হাসপাতালে টিটেনাস ইঞ্জেকশনের জন্য আসেনি। কিন্তু কোনও ডাক্তার বা নার্সের বদলে তাকে টিকা দিতে দেখা যায় এক সিকিউরিটি গার্ডকে। এদিকে এই ঘটনায় প্রশ্ন উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞান নিয়ে।

 কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ

কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ

কেন কোনও ডাক্তার, নার্স বা প্যারামেডিক্যাল স্টাফ রোগীকে টিকা দেয়নি জানতে চাইলে এই হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট মানস রঞ্জন বিসওয়াল বলেন, "আমরা এই বিষয়ে একটি তদন্ত শুরু করেছি এবং তদন্তের পরে ব্যবস্থা নেওয়া হবে। ওই ঘটনা যখন ঘটে তখন কারা দায়িত্বে ছিলেন তা জানার চেষ্টা করছি।" এদিকে এর আগেও ওড়িশার একাধিক হাসপাতাল থেকেও এই ধরণের ঘটনা সামনে আসে। এমনকী তা নিয়ে জনমানসে ব্যাপক উদ্বেগও ছড়ায়। কিন্তু তারপরেও যে প্রশাসনের কোনও হেলদোল নেই তা বর্তমান ছবিতেই স্পষ্ট।

 কাজ হয়নি অতিরিক্ত মুখ্যসচিবের নির্দেশেও

কাজ হয়নি অতিরিক্ত মুখ্যসচিবের নির্দেশেও

এদিকে এই বিষয়ে সম্প্রতি ওড়িশার অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ) প্রদীপ্ত কুমার মহাপাত্র রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের জন্য কড়া নির্দেশিকা জারি করেন। তাতেই তিনি নির্দেশ দিয়েছিলেন রোগীদের চিকিত্সা বা চিকিৎসকদের সহায়তা করার জন্য অ-স্বাস্থ্যসেবা কর্মীদের মোতায়েন করা যাবে না। কিন্তু তাতেও যে টনক নড়েনি হাসপাতালগুলির। তা বর্তমানে ভাইরাল ভিডিওতেই স্পষ্ট।

 একনজরে ওড়িশার করোনা চিত্র

একনজরে ওড়িশার করোনা চিত্র

প্রসঙ্গত উল্লেখ্য, ওড়িশায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১০ লক্ষ ১৪ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন আট হাজারের কিছু বেশি। অন্যদিকে সুস্থ হয়েছে ৯ লক্ষ ৯৯ হাজারের বেশি মানুষ। এদিকে বর্তমানে ওড়িশায় করোনায় মৃত্যুহার রয়েছে ০.৮ শতাংশ। সুস্থতার হার ৯৮.৬ শতাংশ।টিকা পেয়েছেন ৩ লক্ষ ৫৪ হাজারের বেশি মানুষ।

প্রতীকী ছবি

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Security guards are vaccinating, the Orissa government is in question
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X