For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে ভোটের কর্তব্যরত অফিসারের দিকে বন্দুক তাক সেনার! চাঞ্চল্য এলাকায়

দ্বিতীয় দফা ভোটের মুখে চাঞ্চল্য ছড়াল কাশ্মীর উপত্যকায়। সেখানে সেনা জওয়ানদের বিরুদ্ধে ভোটের কর্তব্যরত এসডিএম ও তাঁর সহযোগীদের হেনস্থার অভিযোগ উঠেছে।

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় দফা ভোটের মুখে চাঞ্চল্য ছড়াল কাশ্মীর উপত্যকায়। সেখানে সেনা জওয়ানদের বিরুদ্ধে ভোটের কর্তব্যরত এসডিএম ও তাঁর সহযোগীদের হেনস্থার অভিযোগ উঠেছে। দোরুর এসডিএমএর অভিযোগ তাঁদের ভোটের গুরুত্বপূর্ণ কাজে বাধা দিয়েছে সেনা জওয়ানরা।

ভোটের কর্তব্যরত এসডিএমকে বন্দুকের নলের মুখে রেখে ফোন কেড়ে নেয় সেনা! চাঞ্চল্য এলাকায়

শুধু ভোটের কাজে বাধাই নয়। তার সঙ্গে ভোট কর্মীদের হেনস্থাও করা হয়েছে বলে দাবি করেছেন কাশ্মীরের দোরু এলাকার এসডিএম গুলাম রসুল ওয়ানি। জানা গিয়েছে, শ্রীনগর -কাজিগন্দ হাইওয়েতে দালওয়াচ এলাকায় রীতিমত হেনস্থার শিকার হন ওই ভোট কর্মীরা। এমনই অভিযোগ জানিয়েছেন এসডিএম। ভোটের কাজে তাঁরা যাওয়ার সময় মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ড্রাইভারকে মারধর করে বলে অভিযোগ। মারধর করা হয় তাঁদেরও।

[আরও পড়ুন:ভোটের আগে বারবার অর্জুন-তড়িৎ সাক্ষাত! ব্যারাকপুর নিয়ে জল্পনা তুঙ্গে][আরও পড়ুন:ভোটের আগে বারবার অর্জুন-তড়িৎ সাক্ষাত! ব্যারাকপুর নিয়ে জল্পনা তুঙ্গে]

অভিযোগ পত্রে লেখা হয়, রাস্তায় নামিয়ে ২০ মিটার তাঁকে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়। এমনকি এসডিএমকে বন্দুকের নলের মুখেও রাখা হয়। কেড়ে নেওয়া হয় ফোন, পরে তা মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোটা ঘটনার নিন্দায় সরব হন। তাঁর দাবি,'সেনার হাতে কাশ্মীরের মানুষ রোজই হেনস্থার শিকার হন। তবে এবার সরকারী অফিসারদেরও হেনস্থা হতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। '

[আরও পড়ুন: আরএসএসকে টেনে আনছেন মমতা! অধীর গড়ে কারণ জানালেন দিলীপ ঘোষ][আরও পড়ুন: আরএসএসকে টেনে আনছেন মমতা! অধীর গড়ে কারণ জানালেন দিলীপ ঘোষ]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন এই লিঙ্কে ]

English summary
SDM on Poll Duty Files FIR Against Army Personnel For Assault in J&K.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X