For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার 'স্বচ্ছ্ব' কাঠ দিয়ে তৈরি করতে পারবেন বাড়ির আসবাবপত্র

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বিজ্ঞানের অগ্রগতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে এককথায় অসাধ্যসাধন করা কোনও ব্যাপারই নয়। আজকের দিনে কোনও জিনিসই যে অসাধ্য নয় তা যেন ফের একবার প্রমাণ করলেন বিজ্ঞানীরা। [বিশ্বের সবচেয়ে বড় 'মুভি স্ক্রিন' তৈরি করল চিনা কোম্পানি!]

সুইডেনের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা এমন কাঠ বানিয়েছেন যা কাঁচের মতো স্বচ্ছ্ব। অর্থাৎ যার মধ্য দিয়ে এপার-ওপার স্পষ্ট দেখা যাবে। অথচ এটি কাচ নয়, কাঠ। [এবার শুধু রোদে দিলেই পরিষ্কার হবে নোংরা জামাকাপড়]

এবার 'স্বচ্ছ্ব' কাঠ দিয়ে তৈরি করতে পারবেন বাড়ির আসবাবপত্র

বিজ্ঞানীদের মতে, এর ফলে এই ধরনের কাঠ বাড়ি তৈরির কাজে বিশেষ কাজে লাগানো যাবে। বাড়ির ভিতরের আসবাবপত্র, জানালা, দরজা ও কার্পেট সহ নানা জিনিস এই স্বচ্ছ্ব কাঠে তৈরি করলে কৃত্তিম ভাবে আলো জ্বালানোর খরচ কমে যাবে। আবার ঘর আলোকিতও থাকবে। [এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার]

অনেক সময় ঘরের উজ্জ্বল ভাব বাড়াতে মন না চাইলেও হালকা রঙে ঘরের দেওয়াল রাঙাতে হয়। এই কাঠের তৈরি আসবাব ব্যবহার করলে সেই সমস্যা আর হবে না। কারণ সাধারণ কাঠে 'লিগনিন' নামে একপ্রকার পলিমার জাতীয় উপাদান থাকে যা সূর্যের আলোকে ভেদ করতে না দিয়ে আটকে দেয়। [এবার আপনার পোশাক হয়ে উঠবে টাচ স্ক্রিন!]

বিজ্ঞানীরা সেই লিগনিন নামের উপাদানকে সরিয়ে দিয়েছিলেন। তবে তার থেকে তৈরি কাঠের টুকরো ততোটা স্বচ্ছ্ব ছিল না। এরপরে এতে 'অ্যাক্রিলিক' নামের একটি উপাদান যোগ করা হয়। যার ফলে কাচের মতো কাঠ তৈরি করা গিয়েছে। যদিও তার স্বচ্ছ্বতা কাচের সমান নয়। কিন্তু স্পষ্টভাবে এপার-ওপার দেখা যায়। এই নিয়ে আরও গবেষণা চলছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

English summary
Scientists developed transparent wood
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X