For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে 'রিভেঞ্জ পর্ন' এর ভয়ঙ্কর প্রবণতা, আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখতে কী করবেন

দেশের স্কুলগুলিতে রিভেঞ্জ পর্নের প্রবণতা বাড়ছে। কোনও সাধারণ স্কুলে নয়, নামী স্কুলগুলিতে এই প্রবণতা দ্রুতলয়ে বাড়ছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের স্কুলে স্কুলে এক ভয়ঙ্কর প্রবণতা আজকাল লক্ষ্য করা গিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোর্ট বলছে, দেশের স্কুলগুলিতে রিভেঞ্জ পর্নের প্রবণতা বাড়ছে। কোনও সাধারণ স্কুলে নয়, নামী স্কুলগুলিতে এই প্রবণতা দ্রুতলয়ে বাড়ছে।

স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে 'রিভেঞ্জ পর্ন' এর ভয়ঙ্কর প্রবণতা, আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখতে কী করবেন

বহু ছাত্রী যারা সম্পর্ক শেষ করে বেরিয়ে গিয়েছে, তারা দেখছে তাদের বিকৃত ছবি ইন্টারনেটে ঘোরাফেরা করছে। যা দেখে সম্মান খোয়ানোর ভয়ে একাকী হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে অনেকেই।

[আরও পড়ুন:যোগীর রাজ্যে বাথরুমে ১ম শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে আঘাত ষষ্ঠ শ্রেণির ছাত্রীর, কারণ জানলে অবাক হবেন][আরও পড়ুন:যোগীর রাজ্যে বাথরুমে ১ম শ্রেণির ছাত্রকে ছুরি দিয়ে আঘাত ষষ্ঠ শ্রেণির ছাত্রীর, কারণ জানলে অবাক হবেন]

এমন ঘটনার মুখোমুখি হলে ছাত্রীরা বাবা-মা অথবা শিক্ষক-শিক্ষিকাকে প্রথমে এই ঘটনা জানাতে চায় না। ছোট ঘটনা থেকে তা বড় আকার নিতে পারে ভেবে অনেকেই মুখ বুজে থাকে।

২০১৪ সালে একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে ২৫৪টি দেশের মধ্যে সাইবারবুলিং বা ইন্টারনেটে অপদস্থ করায় ভারত শীর্ষে রয়েছে। সমীক্ষায় ৩২ শতাংশ বাবা-মা বলেছেন তাঁর সন্তান সাইবারবুলিংয়ের শিকার হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটে অপদস্থ হলে বা হেনস্থার শিকার হলে সন্তানদের উচিত সঙ্গে সঙ্গে তা অভিভাবকদের জানানো। অভিভাবকদের উচিত তাদের বকা না দিয়ে সমস্যার গভীরে পৌঁছনো। তাদের মনোবিদদের কাছে নিয়ে যাওয়া ও প্রয়োজনে কাউন্সেলিং করানো। অপরাধমূলক প্রবণতা থাকলে অবশ্যই পুলিশের সঙ্গে যোগাযোগ করা উচিত।

[আরও পড়ুন:ধর্ষণ সমাজের অঙ্গ! মোদী দল শাসিত রাজ্যের পুলিশ কর্তার মন্তব্যে বিতর্ক][আরও পড়ুন:ধর্ষণ সমাজের অঙ্গ! মোদী দল শাসিত রাজ্যের পুলিশ কর্তার মন্তব্যে বিতর্ক]

English summary
School children in India are falling prey to 'revenge porn'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X