For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই দিনটি যেন দ্বিতীয় দিওয়ালি–হোলি, অযোধ্যা রায়ে খুশি কলকাতার নিহত কর সেবকদের পরিবার

এই দিনটি যেন দ্বিতীয় দিওয়ালি–হোলি, অযোধ্যা রায়ে খুশি কলকাতার নিহত কর সেবকদের পরিবার

Google Oneindia Bengali News

বাবরি মসজিদ ধ্বংস করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন দু’‌জন কর সেবক। কলকাতায় নিহত পরিবার অযোধ্যা মামলার রায় প্রসঙ্গে জানান, তাঁরা এই রায়ে খুব খুশি। দিওয়ালি ও হোলি উৎসবের মতই তাঁদের কাছে এই রায়।

এই দিনটি যেন দ্বিতীয় দিওয়ালি–হোলি, অযোধ্যা রায়ে খুশি কলকাতার নিহত কর সেবকদের পরিবার


১৯৯০ সালে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন দুই ভাই রাম কোঠারি (‌২২)‌ ও শরদ কোঠারি (‌২০)‌। হিন্দুত্ববাদী সংগঠনদের ডাকে অযোধ্যায় করসেবা করতে গিয়েছিলেন তাঁরা। কোঠারি ভাইদের বড় বোন পুর্ণিমা বলেন, '‌আমাদের গোটা পরিবার খুব খুশি। আমরা গত ২৯ বছর ধরে এই রায়ের জন্য অপেক্ষা করছিলাম। রাম মন্দিরের জন্য লড়াই করতে গিয়ে নিহত হয়েছে আমার ভায়েরা, এখন তাঁদের আত্মা শান্তি পেয়েছে। আমাদের কাছে এই রায় দ্বিতীয়বারের জন্য দিওয়ালি এবং হোলি উৎসব এনে দিল।’‌ মধ্য কলকাতায় বড়বাজারে কোঠারি ভাইদের বাড়ির কাছেই ছিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শাখা। দুই ভাই নিয়মিত সেখানে যেতেন। বিশ্ব হিন্দু পরিষদের ডাকা করসেবা করার জন্যই অযোধ্যা গিয়েছিলেন দুই ভাই, জানান পুর্ণিমা।

১৯৯০ সালে অযোধ্যায় কোঠারি ভাইদের মত অনেকেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। পুর্ণিমা বলেন, '‌যখনই পবিত্র স্থানে রাম মন্দির নির্মাণ হবে, তখনই আমরা অযোধ্যায় গিয়ে ভাইদের জন্য প্রার্থনা করে আসব। তার সঙ্গে সঙ্গে যাঁরা এই লড়াইতে প্রাণ হারিয়েছেন তাঁদের জন্যও প্রার্থনা করব।’‌ শনিবারই সুপ্রিম কোর্ট হিন্দুদের পক্ষে অযোধ্যা মামলার রায় ঘোষণা করে।

English summary
sc verdict feels like diwali holi to us said kar sevak brthers family
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X