For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত দাঙ্গা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিমকোর্টের, বাতিল হল গুজরাত হাইকোর্টের নির্দেশ

গুজরাত দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলির পুনর্গঠন করা নিয়ে গুজরাত হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিমকোর্ট।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

২০০২ সালে গুজরাত দাঙ্গা নিয়ে গুজরাত হাইকোর্টের রায়কে খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলির পুনর্গঠন করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল গুজরাত হাইকোর্ট। কিন্তু সম্পূর্ণ অর্থ না দিয়ে এই কাজের জন্য অনুদান দিতে চেয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল গুজরাত সরকার।

গুজরাত দাঙ্গা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিমকোর্টের, বাতিল হল গুজরাত হাইকোর্টের নির্দেশ

মঙ্গলবার এই মামলার শুনানিতে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ রাজ্য সরকারের সেই আর্জিতে সিলমোহর দিয়েছে। শুনানি শেষে গুজরাতের সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, রাজ্য সরকারের আবেদন গৃহিত হয়েছে। তিনি জানান, রাজ্য সরকার চেয়েছিল ধর্মীয় প্রতিষ্ঠানগুলির পুনর্গঠন করতে অনুদান প্রদান করতে। এদিন সুপ্রিমকোর্ট সেই আর্জি মেনে নিয়েছে।

২০০২ সালে গুজরাতে দাঙ্গার ঘটনায় ২০১৩ সালে রাজ্য সরকারের ব্যর্থতা ও নিস্ক্রীয়তাকেই দায়ী করেছিল গুজরাত হাইকোর্ট। রাজ্য সরকারের নিস্ক্রীয়তার কারণেই রাজ্যের বহু ধর্মীয় প্রতিষ্ঠান নষ্ট হয়েছিল। গুজরাত সরকারকেই সেগুলি পুনর্গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপরই তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় গুজরাত সরকার। রাজ্য সরকার জানিয়ে দেয়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির পুনর্গঠনের জন্য আর্থিক অনুদান দিতে রাজ্যের কোনও সমস্যা নেই।

English summary
Supreme Court quashes Gujrat High Court's order on reconstruction of religious sites damaged during 2002 riots
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X