For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র নির্বাচনের আগে ফড়নবীশ শিবিরে বড় ধাক্কা!ভুয়ো হলফনামা মামলায় জোরালো বার্তা শীর্ষ আদালতের

২০১৪ সালে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে তৎকালীন বিজেপি প্রার্থী ও বর্তমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের বিরুদ্ধে নির্বাচনে ভুয়ো হলফনামা পেশ করার অভিযোগ উঠেছিল।

  • |
Google Oneindia Bengali News

২০১৪ সালে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে তৎকালীন বিজেপি প্রার্থী ও বর্তমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের বিরুদ্ধে নির্বাচনে ভুয়ো হলফনামা পেশ করার অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গে বম্বে হাইকোর্টে একটি মামলা চলছিল। যেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে 'ক্লিন চিট' দেওয়া হয়। এবার সেই 'ক্লিনচিট'কে কেন্দ্র করেই সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ বার্তা দিল।

মহারাষ্ট্র নির্বাচনের আগে ফড়নবীশ শিবিরে বড় ধাক্কা!ভুয়ো হলফনামা মামলায় জোরালো বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত, অনিরুদ্ধ বসুর বেঞ্চে এই মামলায় ১২৫ ধারার আওতায় শুনানি চলছিল। আর শুনানিতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ভুয়ো হলফনামা জমা দেওয়াকে কেন্দ্র করে নতুন ট্রায়াল কোর্টে মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

[ সঙ্গে কতজন নেতা রয়েছেন, বিজেপিতে যাওয়ার আগে নাম করে জানালেন সব্যসাচী দত্ত][ সঙ্গে কতজন নেতা রয়েছেন, বিজেপিতে যাওয়ার আগে নাম করে জানালেন সব্যসাচী দত্ত]

'রিপ্রেজেনটেশন অফ পিপল' অ্যাক্ট -এর আওতায় আইনজীবী সতীশ উকে , মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে পিটিশন দায়ে র করেন এই মামলায়। তাঁর দাবি, ফড়নবীশের বিরুদ্ধে দায়ের হওয়া ২ টি অপরাধ মূলক মামলার কথা তাঁর ২০১৪ সালের নির্বাচনী হলফনামায় ছিল না। ফলে সেই হলফনামাকে 'ভুয়ো' হিসাবেই তকমা দিতে হবে। আর এই মর্মেই বম্বে হাইকোর্ট মুখ্যমন্ত্রীকে 'ক্লিনচিট' দেয়। তবে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে , এই মামলায় সুপ্রিম কোর্টের রায় নিঃসন্দেহ বিজেপি শিবিরে বড় ধাক্কা।

[রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট][রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট]

English summary
SC on Clean Chit given to maharashtra CM devendra Fadnavis From EC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X