For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে হাইকোর্টকে সচিন মামলা নিয়ে সুপ্রিম নির্দেশ ! কোনপথে মরুরাজ্যের রাজনীতি

  • |
Google Oneindia Bengali News

বিধায়ক পদ খারিজ নিয়ে সচিন পাইলট বনাম রাজস্থান বিধানসভার স্পিকারের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। আর এদিন সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানি সোমবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে। পাশপাশি জানিয়ে দিয়েছে, এই মামলায় রাজস্থান হাইকোর্টের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না।

রাজস্থানে হাইকোর্টকে সচিন মামলা নিয়ে সুপ্রিম নির্দেশ ! কোনপথে রাজনীতি

এর আগে, রাজস্থান হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজস্থান বিধানসভার স্পিকার। কংগ্রেসের নেতা ও দুঁদে আইনজীবী কপিল সিবাল তাঁর পক্ষে আদালতে আইনি যুদ্ধ লড়েন। অন্যদিকে ছিল রাজস্থান কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী সচিন পাইলচ শিবির। মূলত, সচিন সহ ১৮ বিধায়য়কের বিধায়ক পদ 'ডিসকোয়ালিফাই' করে দেওয়া নিয়ে রাজস্থান হাইকোর্টে মামলা করে সচিন শিবির।

তারপরই রাজস্থান হাইকোর্ট স্পিকারকে জানায়, তিনি যেন ২৪ জুলাই পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ না করেন। এরপরই স্পিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে, হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দাবি করেন। সেই সময় সচিন পক্ষের তরফে আইনজীবী হরিশ সালভে আদালতে লড়তে নামেন। আর দুই পক্ষের দাবি দাওয়া, বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট এদিন মমলার শুনানি সোমবার পর্যন্ত পিছিয়ে দেয়।

English summary
SC defers case for Monday, no stay order on Rajasthan HC proceedings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X