For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশ সরকারের গাফিলতির কারণেই মুজাফ্ফরনগর দাঙ্গা, জানাল শীর্ষ আদালত

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশ সরকারের গাফিলতির কারণেই মুজাফ্ফরনগর দাঙ্গা, জানাল শীর্ষ আদালত
নয়াদিল্লি, ২৬ মার্চ : মুজফ্ফরনগরের হিংসায় অখিলেশ যাদব সরকার মানুষের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। রাজ্য প্রশাসন হিংসার মোকাবিলায় সদর্থক ভূমিকা নিতে না পারায় পরিস্থিতি খারাপ হয়। বুধবার এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। তবে, উত্তরপ্রদেশ সরকারের তদন্ত কমিটির রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছে আদালত৷ সেই কারণে সিবিআই তদন্ত বা বিশেষ তদন্তকারী দল তৈরির কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

মুখ্য বিচারপতি পি সদাশিবনের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, মুজাফ্ফরনগরের দাঙ্গা কর্তব্যে অবহেলা এবং এই ধরণের ঘটনার রোধ করতে না পারার জন্য উত্তর প্রদেশের সরকার দায়ী।

একই সঙ্গে শী৪ষ আদালত জানিয়ে বিভিন্ন মামলার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন মামলায় হস্তক্ষেপের জন্য বিশেষ তদন্তকারি দল গঠন করেও ঠিক করেছে রাজ্য। কিন্তু এই ঘটনায় সিবিআই অথবা বিশেষ তদন্তাকারি দল বা সিট-এর হস্তক্ষেপের প্রয়োজন নেই।

'এই ঘটনায় সিবিআই অথবা বিশেষ তদন্তাকারি দল বা সিট-এর হস্তক্ষেপের প্রয়োজন নেই'

ট্রায়াল শেষ হওয়া পর্যন্ত পীড়িত ও তাদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারকে নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, দাঙ্গায় পীড়িত সহ বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষের জারি করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই এদিনের শুনানি ছিল। ওই জনস্বার্থ মামলায় বলা হয়, কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারকে এই সাম্প্রদায়িক দাঙ্গা কারণ খুজে বের করার নির্দেশ দিক আদালত। একইসঙ্গে দাঙ্গায় পীড়িতদের পুনর্বাসন দিতে হবে এবং অভিযুক্তদের অবশ্যই শাস্তি দিতে হবে।

শুনানিতে রাজনৈতিক রঙ না দেখে সব অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে। হিংসা চলাকালীন ধর্ষিতা মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্যও উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গোষ্ঠী সংঘর্ষ থামানোর চেষ্টা না করে যারা হিংসায় মদত দিয়েছে, তাদেরই বাঁচানোর চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার। এই অভিযোগে, সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়।

গত বছর ৭ সেপ্টেম্বরে মুজফ্ফরনগরে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় প্রায় চল্লিশ জনের বেশি নিহত হন। আহত হন ৮০ থেকে ৯০ জন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের ষোলো জন রাজনীতিবিদও।

লোকসভা ভোটের মুখে মুজফফরনগরে হিংসার ঘটনায় সুপ্রিম কোর্টের মন্তব্যে অখিলেশ সিংহ যাদব সরকার তথা সমাজবাদী পার্টির অস্বস্তি বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই অখিলেশ সরকারকে আক্রমণ করেছে বিজেপি। তারা বলেছে, ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে চলা কংগ্রেস এখনও পর্যন্ত অখিলেশ সরকারের ইস্তফা দাবি করেনি। সমাজবাদী পার্টি অবশ্য মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মন্তব্য করতে চায়নি।

English summary
SC Blames UP Govt For 'Negligence' in Muzaffarnagar Riots
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X