For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এফআইআর দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে হবে, সব রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত সমস্ত পুলিশ স্টেশনে যত এফআইআর দায়ের হবে, তার সবকটিই ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে হবে বলে এদিন এক মামলার শুনানি করার সময়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। [সরকারের সমালোচনা করলেই তা রাষ্ট্রদ্রোহিতা নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের]

এদিন সর্বোচ্চ আদালতে বিচারপতি দীপক মিশ্র ও সি নাগাপ্পনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশের পাশাপাশি জানিয়েছে, যে সমস্ত এলাকা বেশ দুর্গম জায়গায় পড়ে, অথবা যেখানে ইন্টারনেট পরিষেবা দুর্বল সেই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রে সেই সময়সীমা বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হল। তবে তার বেশি সময় কিছুতেই দেওয়া যাবে না। [নির্ভয়া কাণ্ড : 'পুরো ঘটনাই পরিকল্পনা করেছিল এক রাজনৈতিক নেতা ও নির্ভয়ার প্রেমিক'!]

এফআইআর দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে হবে!

একইসঙ্গে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবেদনশীল বিষয় যেমন কোন ধরনের অস্থিরতা বা মহিলাদের ও শিশুদের বিরুদ্ধে যৌন হেনস্থা ইত্যাদি এফআইআরকে আপলোড করার প্রয়োজন নেই। এর ফলে কোনও অভিযুক্ত কোথাও থেকে বাড়তি সুবিধা পেতে পারবে না বলেও উল্লেখ করেছে আদালত। [স্ত্রীর অকালমৃত্যু হলে সম্পত্তিতে অধিকার থাকবে না স্বামীর : সুপ্রিম কোর্ট]

সুপ্রিম কোর্টে যুব আইনজীবীদের অ্যাসোসিয়েশন এফআইআর দায়ের ও তা আপলোড করা নিয়ে একটি আপিল করেছিল। সেই মামলার রায়েই এমন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে দিল্লি হাইকোর্ট একটি মামলায় নির্দেশ দিয়েছিল অভিযোগ দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তা ওয়েবসাইটে আপলোড করতে হবে। [ইন্টারনেটে বিতর্কিত মন্তব্য, পোস্ট করলেই গ্রেফতার নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের]

English summary
SC asks states, UTs to upload FIRs on websites within 24 hrs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X